ভয়াবহ জঙ্গি হামলা মস্কোর একটি কনসার্ট হলে। রাশিয়ার মস্কোর একটি কনসার্ট হলে বন্দুকবাজের হানা। গুলি ও বোমবাজিতে জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। শুক্রবার মস্কোর ক্রকাস সিটি হলে এই ঘটনা ঘটেছে। হলের মধ্যে বোমা বিস্ফোরণ হয়। বহু দূর থেকে ধোঁয়ার কুণ্ডলী চোখে পড়েছে। এই হামলার নিন্দা করে রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, এটি ‘জঙ্গিহানা’। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আশপাশের এলাকা খালি করে দেওয়া হয়েছে। হামলার ঘটনার তদন্ত শুরু করেছে রাশিয়ার তদন্তকারী সংস্থা।
রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাকারীরা সংখ্যায় কমপক্ষে পাঁচ জন ছিলেন। তাঁরা ছদ্মবেশে কনসার্ট হলে ঢুকেছিলেন। হামলাকারীদের কাছে স্বয়ংক্রিয় বন্দুক ছিল। সংবাদ সংস্থা রয়টার্স হামলার যে ভিডিয়ো প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, হামলাকারীরা এলোপাথাড়ি গুলি চালাচ্ছেন এবং হলের মধ্যেই বোমা ছুড়ছেন। অডিটোরিয়ামের ছাদে আগুন লেগে ধোঁয়ায় ভরে গিয়েছে চার দিক।
ঘটনাস্থলে উপস্থিত সে দেশের এক সাংবাদিক ঘটনার বিবরণ দিতে গিয়ে জানিয়েছেন, প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত চলা এই হামলা থেকে বাঁচতে অনেকেই মাটিতে শুয়ে পড়েছিলেন। গুলি চালানো বন্ধ হলে লোকজন সেখান থেকে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করেন। রাশিয়ার আপৎকালীন মন্ত্রক তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, হামলার হাত থেকে বাঁচতে হলের বেসমেন্টে প্রায় ১০০ জন আশ্রয় নিয়েছিলেন। হলের ছাদেও আশ্রয় নিয়েছিলেন অনেকে। সকলকেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেই সময় যে গানের ব্যান্ডটির অনুষ্ঠান চলছিল তার সকল সদস্যকেও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।