ভূমিকম্পে কেঁপে উঠল চিন

0 31

নিউজ ডেস্ক, ১৯ ডিসেম্বর : মধ্যরাতে চিনে ভূমিকম্প। মৃত শতাধিক। আহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০র বেশি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.২। ভূমিকম্পের উৎসস্থল গাংসু প্রদেশ। চলছে উদ্ধারকাজ। অন্ততপক্ষে ১১১ জনের মৃত্যু। CCTV সূত্রের খবর, তীব্র কম্পনে চিনের গানসু প্রদেশে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। জখম ২০০-র বেশি। অন্যদিকে, কিংঘাইয়ের প্রতিবেশী প্রদেশ হাইডংয়ে আরও ১১ জনের মৃত্য়ু হয়েছে। সেখানে জখমের সংখ্যা ১০০। US Geological Survey-র তথ্য অনুযায়ীস কম্পনের মাত্রা ছিল ৫.৯।

ভূমিকম্পের জেরে তীব্র ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে বহু বাড়ি। নিরাপত্তার খোঁজে মানুষ এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেন। সূত্রের খবর, মঙ্গলবার সকাল পর্যন্ত চলে উদ্ধারকাজ। ভূমিকম্পের পর জীবিতদের উদ্ধারকাজ এবং তাঁদের সম্পত্তি রক্ষায় সর্বাত্মক চেষ্টার নির্দেশ দেন প্রেসিডেন্ট শি জিপিং। প্রেসিডেন্ট শি জিনপিং ওই দুই প্রদেশের আধিকারিকদের ক্ষতিগ্রস্থ এলাকায় পৌঁছে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.