নিউজ ডেস্ক, ২ জানুয়াারী : বছরের শুরুতেই শিয়রে শমন জাপানের। ভয়াবহ ভূমিকম্পের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও আতঙ্ক কাটেনি জাপানে। সোমবার ভোররাতে কেঁপে ওঠে টোকিও। রিখটারস্কেলে কম্পনমাত্রা ছিল ৭.৬।
মঙ্গলবার সকাল পর্যন্ত সে দেশ থেকে অন্তত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে ধ্বংসস্তূপ সরালে হতাহতের সংখ্যা ‘অসংখ্য’ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন খোদ সে দেশের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা। তিনি বলেন, “ভীষণ রকম ক্ষতি হয়েছে। অসংখ্য মানুষ হতাহত হয়েছেন। বহু বাড়ি ভেঙে পড়েছে।”
নতুন বছরেই বিপদে জাপান। সোমবার ভোররাতে ভূমিকম্পের পর গোটা দেশে জারি সুনামি সতর্কতা। সে দেশের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মৃদু এবং মাঝারি মাত্রার কম্পনে ১৫৫ বার কেঁপে উঠেছে জাপান। এগুলির মধ্যে রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ যে মাত্রা ধরা পড়েছে, তা হল ৭.৬। দ্বিতীয় সর্বোচ্চ কম্পনের মাত্রা ৬।
এখনও পর্যন্ত ১ লক্ষের বেশি মানুষ ঘরছাড়া এবং ৩৩ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। সেনা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা উদ্ধারকাজে হাত লাগিয়েছে।
উল্লেখ্য, এর আগে, ১৯৫৬ সালে এমনকী, ২০২২ সালের মার্চেও প্রবল ভূমিকম্প দেখেছে জাপান। ফের সেই একই ছবি জাপানে।