নিউজ ডেস্ক, ৬ জানুয়াারী : যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড। জীবন্ত দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু। ফের বাংলাদেশে চলন্ত ট্রেনে আগুন লাগল। এবার ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসের কয়েকটি বগিতে আগুন লেগেছে। শুক্রবার রাতে কমলাপুর স্টেশনের কাছে গোপীবাগ কাঁচাবাজারের সামনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ পাওয়া খবর পর্যন্ত, ৪ জনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, মা ও শিশু-সহ চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়। মোট ৩টি বগিতে আগুন লাগে। তারপর আগুন ছড়িয়ে পড়ায় চালক ট্রেনটি মাঝপথেই থামিয়ে দেয় এবং দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সন্দেহ করা হচ্ছে যে কিছু দুষ্কৃতীরা ট্রেনটিতে আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশ জানিয়েছে, এটি পরিকল্পিত হামলা। যাত্রীদের ছদ্মবেশে দুষ্কৃতীরা এসেছিল।
সূত্রের খবর, ট্রেনের তিনটি বগিতে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা পর দমকলের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দমকলের ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। শেষ পাওয়া খবর পর্যন্ত, ৪ জনের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশ ও রেল আধিকারিকদের আশঙ্কা।