নতুন সংসদ ভবনে পেশ মহিলা সংরক্ষণ বিল

0 23

নিউজ ডেস্ক, ১৯ সেপ্টেম্বর : আজ বিশেষ অধিবেশনে নতুন সংসদ ভবনে গিয়েই মহিলা সংরক্ষণ বিল পেশ করল সরকার। লোকসভায় বিল পেশ করলেন আইনমন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল। বিল নিয়ে প্রধানমন্ত্রীর দাবি, ভালো কিছু করার জন্য ঈশ্বর তাঁকে বেছেছেন। মহিলা সংরক্ষণের কৃতিত্ব দাবি করে তরজায় জড়ালেন অধীর চৌধুরী ও অমিত শাহ।
গত ২৭ বছর ধরে আলোচনায় রয়েছে। কিন্তু সংসদের দুই কক্ষের অনুমতি পেয়ে সেই বিল আইনে পরিণত হয়নি। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে মহিলাদের এক তৃতীয়াংশ সংরক্ষণ নিশ্চিত করতে এবার সংবিধান সংশোধনী বিল পেশ করা হল। মোদীর সরকারের তরফে এই বিলের নাম রাখা হল নারী শক্তি বন্দন।

এদিন নতুন সংসদ ভবনের নিম্নকক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী দাবি করলেন, পবিত্র কাজের জন্য তাঁকে বেছে নিয়েছেন ঈশ্বর। এখানেই থেমে থাকেননি নমো। মহিলাদের আশ্বস্ত করে এই বিল আইনে পরিণত করতে তারা সংকল্পবদ্ধ বলে জানান প্রধানমন্ত্রী। এজন্য সব সাংসদদের এগিয়ে আসারও আহ্বান করেন তিনি।
প্রধানমন্ত্রীর ভাষণের পর সভার কাজ শুরু হলে মহিলা সংরক্ষণে সংবিধান সংশোধনী বিলটি পেশ করেন আইনমন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল।

মহিলা সংরক্ষণ বিল নিয়ে বলতে উঠে এদিন কংগ্রেসের নেতা অধীর চৌধুরী দাবি করেন, মনমোহন সিংয়ের সরকারের আনা মহিলা সংরক্ষণ বিল রাজ্যসভায় পাশ হয়েছে। সেই বিলই আনা হোক। এনিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তরজায় জড়িয়ে পড়েন তিনি।

নতুন মহিলা সংরক্ষণ বিলে রয়েছে, দেশজুড়ে লোকসভা আসন পুনর্বিন্যাসের পরই এই বিল আইন পরিণত হলে তা কার্যকর হবে। এবং আগামী পনেরো বছর পর্যন্ত এই আইনের মেয়াদ থাকবে। এখন লোকসভাতেই মহিলা সাংসদের সংখ্যা পনেরো শতাংশের নীচে। বহু রাজ্য বিধানসভাতে মহিলা বিধায়কদের সংখ্যা দশ শতাংশেরও কম। নতুন বিল পাশ হলে পঞ্চায়েত থেকে সংসদ, সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ হবে ন্যূনতম তেত্রিশ শতাংশ। এদিন বিল পেশের পরই দেশের বিভিন্ন শহরে উচ্ছ্বাস দেখান মহিলারা।

Leave A Reply

Your email address will not be published.