ভরা গ্রীষ্মে নেই জল, হাঁড়ি, কলসি নিয়ে পথ অবরোধ গ্রামের মহিলাদের

0 50

ভরা গ্রীষ্মে প্রবল জলকষ্টে বাঁকুড়ার সাতদেউলী গ্রাম। পানীয় জলের দাবিতে রাস্তার উপর হাঁড়ি, কলসি নিয়ে পথ অবরোধ সাতদেউলী গ্রামের মহিলাদের। একদিকে প্রখর দাবদাহ, অন্যদিকে জলকষ্ট। শুক্রবার এই  করুণ ছবিই চোখে পড়ল বাঁকুড়ার শালতোড়া ব্লকের শালমা গ্রাম পঞ্চায়েতের সাতদেউলী গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জল পাচ্ছেন না তাঁরা। গ্রামে নল বাহিত কল থাকলেও তাতে নিয়মিত জল পড়ে না। প্রশাসনকে বারংবার জানিয়েও মেলেনি সুরাহা। তাই বাধ্য হয়ে পথ অবরোধ করেছেন সাতদেউলী গ্রামের মহিলারা। পানীয় জলের দাবিতে শালতোড়া-মেজিয়া রাজ্য সড়কের উপর হাঁড়ি, কলসি, বালতি নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা।

সাতদেউলী গ্রামের বাসিন্দা শম্পা মুখার্জির কথায় ‘এক দেড় মাসের উপর হয়ে গিয়েছে সাতদেউলীর মানুষ জল পাচ্ছেন না। যাদের বাড়িতে জলের ব্যবস্থা আছে সেখান থেকে জল আনতে গেলেও বাঁধা দেওয়া হয়। কল লাগানো হলেও সেই কল দিয়ে জল পরে না। ৪৭ ডিগ্রি গরমে এলাকার মানুষ জলের জন্য হাহাকার করছে। ভোটের সময় শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু কোনও কাজ হয়নি।’  

আরেক গ্রামবাসী কুড়ানি মণ্ডলের দাবি অনেকের বাড়িতে টাইম কল এলেও আমার বাড়িতে তা হয়নি। এখানে জলের সমস্যা বরাবর। কোনও রাস্তাও হয়নি, তাঁর ছেলে মেয়েকে হাটু অবধি কাদা পেরিয়ে স্কুলে যেতে হয়। পঞ্চায়েতে বললে খালি টালবাহানা করে দেরি করে। তাই আজ জলের দাবিতে আমরা পথে নেমেছি।’

এরপর পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গ্রামে পানীয় জলের ট্যাঙ্ক পাঠালে স্বাভাবিক হয় পরিস্থিতি এবং অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। অবরোধের জেরে প্রায় দু ঘন্টা রাজ্য সড়কের উপর যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে।

শালতোড়ার জয়েন্ট বিডিও গোপাল চন্দ্র দে জানান ‘জলের ট্যাঙ্কারের মাধ্যমে এখানে জল সরবরাহ করা হয়, মাঝে দু একদিন সমস্যার জন্য হয়তো তা হয়নি। যতদিন না জলের সরবরাহের সমস্যার সম্পূর্ণ হয় ততদিন ট্যাঙ্কারে করেই জল আসবে।’

Leave A Reply

Your email address will not be published.