নিউজ ডেস্ক, ১০ নভেম্বর : ভারতের সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে সংসদের এই শীতকালীন অধিবেশন। ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন। ১৯দিন ধরে চলবে এই অধিবেশন। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এক্স হ্যান্ডেলে লিখেছেন, সংসদে শীতকালীন অধিবেশন শুরু হবে ৪ ডিসেম্বর থেকে। ২২ ডিসেম্বর পর্যন্ত এই শীতকালীন অধিবেশন চলবে। ১৯দিন ধরে এটা চলবে। অন্তত ১৫বার অধিবেশন বসবে।
প্রসঙ্গত, ৩ ডিসেম্বরই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। ঠিক তার পরদিনই সংসদের অধিবেশন শুরু হবে। পাঁচ রাজ্যে ভোটের জেরে পিছোল সংসদের শীতকালীন অধিবেশন। সাধারণত এই অধিবেশন শুরু হত নভেম্বরের তৃতীয় সপ্তাহে আর শেষ হত বড়দিনের আগে। এবার পাঁচ রাজ্যের ভোটের ফল বেরনোর পরদিন অর্থাৎ ৪ ডিসেম্বর অধিবেশন শুরু হবে।
এদিকে শীতকালীন অধিবেশনে এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের প্রসঙ্গ উঠতে পারে। মূলত এথিক্স কমিটি তাঁর বিরুদ্ধে যে সুপারিশ জানিয়েছে তা কতদূর লাগু হয় শীতকালীন অধিবেশনে সেটাও দেখা হচ্ছে।
এদিকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এই সংসদের অধিবেশনে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার কথা। ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি দণ্ডবিধি এবং এভিডেন্স অ্যাক্টের বদলে তিন নতুন বিধি লাগু করতে চায় সরকার। আসন্ন অধিবেশনে এই তিনটি বিল তোলা হতে পারে। স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি সম্প্রতি এই বিষয়ে তিনটি প্রতিবেদন গ্রহণ করেছে।