এবারের নির্বাচনে কি উত্তরবঙ্গে জয়ের স্বাদ পাবে তৃণমূল?

0 17

কোচবিহার থেকে নিশীথকে হুঁশিয়ারি দিলেন মমতা। ২০২১-এর বিধানসভা নির্বাচনে শীতলকুচির গুলিকাণ্ড নিয়েও তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধরকে নিশানা করলেন তৃণমূল নেত্রী। পাল্টা জবাব দেবাশিস ধরের। কোচবিহারের মাটি থেকেই তৃণমূল নেত্রীকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী।
কোচবিহারে ভোট প্রচারের মঞ্চ থেকে নাম না করে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে নিশানা করলেন তৃণমূল নেত্রী। পাশাপাশি নিশীথ প্রামাণিকের নামে কত মামলা আছে তা প্রকাশেরও হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একদিকে মাথাভাঙার সভা থেকে নিশীথকে বিঁধলেন মমতা। আর রাসমেলার মাঠ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করে লিডার হয়ে জনগণকে ভোট দেওয়ার আহ্বান করলেন প্রধানমন্ত্রী।
২০২১-এর বিধানসভা নির্বাচন চলাকালীন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হয় বলে অভিযোগ। সেই ঘটনায় তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধরের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ছিল রাজ্য সরকার। এরপরই তাঁকে সাসপেন্ড করে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল। সেই আইপিএস অফিসার এখন বীরভূমে বিজেপির প্রার্থী। কোচবিহার থেকে দেবাশিস ধরের বিরুদ্ধেও সরব হলেন মমতা।
শীতলকুচিতে কার প্ররোচনায় গুলি চলেছিল, প্রচারে বেরিয়ে পাল্টা সরব দেবাশিস ধর।
এদিন ফের বিএসএফ-এর ভূমিকা নিয়েও সরব হয়েছেন মমতা।
কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়ার পাশে দাঁড়িয়েই তৃণমূল নেত্রী ফের জানালেন তাঁর মুখ মনে করে ভোট দেবেন জনগণ।
মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে সরব বঙ্গ বিজেপি।
উত্তরবঙ্গের মাটিতে ৮ লোকসভা আসনের মধ্যে ২০১৯ এল লোকসভায় একটাও আসন পায়নি তৃণমূল। বিজেপির ঝুলিতে ৭ আসন। ১টি আসন পেয়েছে কংগ্রেস। এবারের নির্বাচনে কি উত্তরবঙ্গে জয়ের স্বাদ পাবে তৃণমূল?

Leave A Reply

Your email address will not be published.