টেনিসে ১ নম্বর খেলোয়াড় ছিলেন আমির, তবু একজনের জন্য ছাড়তে হয় খেলা!

1 40

আমির খানকে চেনেন না এমন ব্যাক্তি ভারতে খুব কমই আছেন। বলিউডের প্রথম সারির অভিনেতা তথা তারকাদের মধ্যে তিনি একজন। আবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলেও পরিচিত তিনি।

তবে আপনি কি জানেন অভিনেতা নয়, আমিরের জীবনের প্রথম ভালবাসা ছিল অন্য কিছু। খেলাধুলাতেও অভিনয়ের মতোই সমান পারদর্শী ছিলেন বলিউডের খান। এক সময় নিয়মিত খেলেতেন টেনিস। এমনকি সাব জুনিয়র লেভেলে মহারাস্ট্রে ১ নম্বর খেলোয়াড় ছিলেন আমির। তবু একজনের জন্য তাঁকে ছাড়তে হয় খেলা। সম্প্রতি একটি হিন্দি রিয়্যালিটি শো তে সেই কথাই জানিয়েছেন অভিনেতা। কেন আমিরকে ছাড়তে হয়েছিল টেনিস খেলা?

নেটফ্লিক্সের প্রখ্যাত কমেডিয়ান কপিল শর্মার শো তে এসে আমির জানান তিনি খুব ভাল টেনিস খেলতেন। এমনকি মহারাস্ট্রে সাব জুনিয়র লেভেলে ১ নম্বর খেলোয়াড় ছিলেন তিনি। কিন্তু তাঁর বাবার নির্দেশে তাঁকে ত্যাগ করতে হয়েছিল খেলা।

তিনি জানান তাঁর বাবা খুব অল্পে মেজাজ হারাতেন। আমির ছোটবেলা থেকেই খেলাধুলোয় খুব ভাল হলেও পড়াশোনায় খুব একটা ভাল ছিলেন না। প্রায় প্রতিবার নাকি পরীক্ষায় কোনও না কোনও বিষয়ে ফেল করতেন তিনি। একবার পরীক্ষায় দুটি বিষয়ে ফেল করায় তাঁর বাবা টেনিস খেলা বন্ধ করে দেন।

আমির বলেন, ‘আমি প্রত্যেকবার এক বা দুটি বিষয়ে ফেল করতাম। তেমনই একবার রেজাল্ট বেরোনোর পরে আমি দুটি বিষয়ে ফেল করেছিলাম। রেজাল্ট কার্ডে সবসময় বাবা-মা সই করাতে হত। আমি বাবার কাছে সেই রেজাল্ট নিয়ে গেলে বাবা বলেন কাল থেকে আমার খেলা বন্ধ। আমি দিনে ৫ ঘন্টা টেনিস খেলতাম কিন্তু পরের দিন থেকেই আমার খেলা বন্ধ হয়ে যায়।’              

1 Comment
  1. Your Name says

    katana

Leave A Reply

Your email address will not be published.