অযোধ্যায় আমন্ত্রিত কারা?

0 34

নিউজ ডেস্ক, ৬ জানুয়াারী : অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন। আগামী ২২ জানুয়ারি বহু প্রতীক্ষিত রামমন্দিরের উদ্বোধন। বেলা ১২টা ২০ মিনিটে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পুজো করবেন। আর এই অনুষ্ঠানে থাকার জন্য দেশের বিশিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে আমন্ত্রণপত্রও। অযোধ্যায় আমন্ত্রিত কারা? আগামী কয়েকদিন কী কর্মসূচি অযোধ্যায়?

এদিন প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২২ জানুয়ারি আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন দেশের সব রাজনৈতিক দলের নেতারা। কিন্তু অরাজনৈতিক ক্ষেত্রেও আমন্ত্রিতদের তালিকায় চমক।

বিশেষ আমন্ত্রিত অমিতাভ বচ্চন, রজনীকান্ত, মুকেশ আম্বানি, রতন টাটা, শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি।

এছাড়াও ২২ জানুয়ারি বিনোদন জগতের একাধিক নামীদামি ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই তালিকায় রয়েছেন- অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অনুপম খের, অক্ষয় কুমার, পরিচালক রাজকুমার হীরানি, সঞ্জয়লীলা বনসালি, রোহিত শেট্টি ও প্রযোজক মহাবীর জৈন। দক্ষিণ ভারতের আরও অনেক তারকা উদ্বোধনী অনুষ্ঠান আলোকিত করবেন। থাকার কথা চিরঞ্জীবি, মোহনলাল, ধনুশ ও ঋষভ শেট্টিদের।

২২ জানুয়ারির রামলালার অভিষেক অনুষ্ঠানের মূল আচারগুলি করাবেন বারাণসীর বৈদিক পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। জানুয়ারির ১৪ থেকে ২২ পর্যন্ত অযোধ্যা পালন করবে অমৃত মহোৎসব।

এবার এক নজরে দেখে নেওয়া যাক, ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি অযোধ্যায় বিরাট কর্মযোজ্ঞের দিকে।

১৬ জানুয়ারি, প্রায়শ্চিত্ত অনুষ্ঠান, সরযূ নদীর তীরে দশবিধ স্নান। বিষ্ণু প্রার্থনা ও গোদান।

১৭ জানুয়ারি, শিশু রামের (রামলালা) মূর্তি নিয়ে মিছিল, ভক্তদের কাঁধে থাকবে মঙ্গল কলসে সরযূর জল।

১৮ জানুয়ারি, গণেশ অম্বিকা পূজা, বরুণ পূজা, মাতৃকা পূজা, ব্রাহ্মণ বরণ, বাস্তুপূজা।

১৯ জানুয়ারি, অগ্নি স্থাপন, নবগ্রহ স্থাপন ও হাবন।

২০ জানুয়ারি, সরযূর জলে রামমন্দির ধোওয়ানো হবে তার বাস্তু শান্তি ও অন্নদিবস।

২১ জানুয়ারি, ১২৫ ভস্ম দিয়ে রামলালা মূর্তির স্বর্গীয় স্নান। সহ্যাদিবস রীতি পালন হবে।

২২ জানুয়ারি হবে রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা।

Leave A Reply

Your email address will not be published.