Bhai Phonta 2024: ভাইফোঁটা ২০২৪-এর দ্বিতীয়া তিথি কখন থেকে পড়ছে? দেখে নিন শুভ মুহূর্ত

0 39

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা…যমুনি দেয় যমকে ফোঁটা আমি দি আমার ভাইকে ফোঁটা।

ভাইফোঁটা, বাঙালির সংস্কৃতি-ঐতিহ্যের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা অনুষ্ঠান। পরম্পরা মেনে উপোস থেকে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া থেকে ভাইয়ের পছন্দসই মিষ্টি দিয়ে তাকে মিষ্টিমুখ করানো। এই উদযাপনের মধ্যেই সকলের নজর থাকে তিথির দিকে। মূলত, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাইফোঁটা। ২০২৪ সালে ভাইফোঁটা উৎসব পালিত হচ্ছে ৩ নভেম্বর।

২০২৪ সালের ভাইফোঁটার দ্বিতীয়া তিথিঃ শনিবার ২ নভেম্বর থেকেই পড়ছে ভাইফোঁটার দ্বিতীয়া তিথি। ২ নভেম্বর , বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১৬ কার্তিক। শনিবার সন্ধ্যা ৬ টা ৫৪ মিনিট থেকে পড়ছে ভাইফোঁটার দ্বিতীয়া তিথি। তিথি শেষ হবে পরের দিন। অর্থাৎ রবিবার রাত ৮ টা ১৬ মিনিট পর্যন্ত এই তিথি থাকবে।

ভাইফোঁটা ২০২৪ সালের সেরা মুহূর্ত, ভোর ৬ টা ৪৫ মিনিটের পর থেকে সকাল ৮টা ৫৪ মিনিটের মধ্যে, আবার বেলা ১১টা থেকে ১১টা ৪৩ মিনিটের মধ্যে এবং তার পরে দুপুর ২টো থেকে বিকেল ৪টের মধ্যে। এর মাঝে যে সময় রয়েছে, তাতে ফোঁটা না দেওয়াই ভালো। সন্ধ্যাকালীন ভাইফোঁটা দিতে চাইলে বিকেল ৫টা ৩৪ মিনিট থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সময় শুভ। ভাইফোঁটার সবচেয়ে শুভ মুহূর্ত হল- দুপুর ১টা ৫৪ মিনিট থেকে ২টা ৪৮ মিনিটের মধ্যে। 

ভাইয়ের কপালে ফোঁটা দেবে বোন, আর ভাইয়ের পাতে মিষ্টি থাকবে না, এ কখনও হয়। তাই মিষ্টির দোকানে দিদিদের ভিড়। লবঙ্গলতিকা, চিত্রকূট, ভাইফোঁটা সন্দেশ থেকে পাল্লা দিয়ে বিকোচ্ছে খাজা, গজা, দানাদার, পান্তুয়া, রসগোল্লা।

Leave A Reply

Your email address will not be published.