কেমন ছিল ২০১৯ লোকসভা ভোটের ফলাফল? কার ঝুলিতে কত শতাংশ ভোট?

0 90

হাতে মাত্র কয়েক দিন তারপরেই শুরু লোকসভা ভোট ২০২৪। সাত দফায় ভোট হবে সারা দেশ জুড়ে। প্রথম দফার ভোট ১৯ এপ্রিল। কে বসবে মসনদে? আবারও কি একক স্ংখ্যা গরিষ্ঠতা পেতে চলেছে বিজেপি? সিংহাসনে কি আবারও এনডিএ জোটই? নাকি বদলাবে সমীকরণ? রাজনৈতিক মহলের একাংশের অবশ্য দাবি মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র। কেউ কেউ আবার বলছেন এই বারে আরও বেশি সংখ্যক আসনে জয়ী হতে চলেছে বিজেপি। সেক্ষেত্রে মোদী-শাহের জুটি ‘আবকি বার চারশো পার’ করতে পারে কি না তা অবশ্য বোঝা যাবে ৪ জুন। তবে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ এবং ‘ভারত ন্যায় যাত্রার’ পরে কেউ কেউ আবার মনে করছেন মোদী এই বারে প্রধানমন্ত্রী হলেও কমবে আসন সংখ্যা। বরং উল্টো দিকে বাড়তে পারে কংগ্রেসের আসন। কী হবে আর কী হবে না তা নিয়ে জল্পনা চলবে। কিন্তু কেমন ছিল গত লোকসভা ভোটের মানচিত্র? কত আসনে জিতে ছিল বিজেপি? ২০১৪ তুলনায় কতটা বদল এসেছিল ছবিতে? দশ বছর পেরিয়ে আজ আবারও পরীক্ষা দেওয়ার পালা! তার আগে রইল ২০১৯ লোকসভা ভোটের ক্ষতিয়ান।

ভারতে লোকসভায় আসন সংখ্যায় মোট ৫৪২। সরকার গড়তে প্রয়োজন ২৭৩টি আসন। তবে সেই সংখ্যার থেকে অনেকটাই বেশি সংখ্যক আসন পেয়ে ২০১৯ সালে দ্বিতীয়বারের জন্য সরকার গঠন করেছিল এনডিএ জোট। ২০১৯ সালে এনডিএ জোটের মোট প্রাপ্ত আসন সংখ্যা ছিল ৩৫৩। যা ২০১৪ সালের তুলনায় আরও ১৭টি আসন বেশি। ২০১৪ সালে এনডিএ জোটের মোট প্রাপ্ত আসন ছিল ৩৩৬। যার মধ্যে একক দল হিসাবে বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা ছিল ৩০৩। অর্থাৎ একক সংখ্যা গরিষ্ঠতার অধিকারী হিসাবে সরকার গঠন করে বিজেপি।

অপরদিকে ২০১৪ সালের তুলনায় ২০১৯ সালে বৃদ্ধি পেয়েছিল ইউপিএ জোটের আসন সংখ্যাও। ২০১৪ সালে প্রধান বিরোধী জোট ইউপিএ ঝুলিতে ছিল ৬০টি আসন। যা ২০১৯ সালে বেড়ে দাঁড়ায় ৯০ টি আসনে। যার মধ্যে কংগ্রেসের আসন সংখ্যা ছিল ৫২। ২০১৯ এ অনান্য দলগুলি সব মিলিয়ে মোট ৮৪টি আসন পেয়েছিল। এবং এমজিবি জোট পেয়েছিল ১৫টি আসন।

২০১৯ সালে সমগ্র জনসংখ্যার ৬৭ শতাংশ ভোটার ভোট দিয়েছিলেন। যার মধ্যে এনডিএ জোটের প্রাপ্ত ভোট ছিল ৪৫ শতাংশ। একক দল হিসাবে বিজেপির ঝুলিতে ছিল ৩৭.৩৬ শতাংশ ভোট। যা ১৯৮৯ এর পরে একক রাজনৈতিক দল হিসাবে প্রাপ্ত সর্বোচ্চ ভোট।            

Leave A Reply

Your email address will not be published.