Purulia Airport : বিমান বন্দর পাচ্ছে পুরুলিয়া, ব্রিটিশ আমলে তৈরি পরিত্যক্ত বিমানবন্দরকে নয়া রূপ

0 22

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। বিমান বন্দর পেতে চলেছে পুরুলিয়া? ব্রিটিশ আমলে তৈরি ছড়রার পরিত্যক্ত বিমান বন্দরে নতুন করে শুরু হয়েছে মাপজোখ, পরিদর্শনের কাজ। রাজ্য সরকারের তাগিদে উড়ান পরিষেবার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে পুরুলিয়াবাসীর।

ব্রিটিশদের সময় তৈরি হয়েছিল পুরুলিয়ার ছড়রার বিমানবন্দর (Airport at Purulia)। সেসময় ব্যবহার হলেও, ব্রিটিশরা চলে যাওয়ার পর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বিমানবন্দরটি। পরিত্যক্ত বিমানবন্দরে নতুন করে বিমান পরিষেবা চালু করার কথা ভাবছে রাজ্য সরকার। সেই মত শুরু হয়েছে বিমানবন্দর পরিদর্শন, মাপজোখের কাজ। এই মর্মে রাজ্য সরকারের পরিবহন বিভাগ, ভূমি সংস্কার দফতর এবং কেন্দ্র সরকারের রাইটস বিভাগের আধিকারিকরা ছড়রার পরিত্যক্ত বিমান বন্দর পরিদর্শন করেন। বিমানবন্দর তৈরির ডিপিআর তৈরি করে সেই রিপোর্ট পাঠানো হবে রাজ্য সরকারের কাছে।

পুরুলিয়া শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ছররায় তৈরি হতে চলেছে বিমান বন্দর। ইতিমধ্যেই শুরু হয়ে গেল সেই প্রক্রিয়া। বুধবার থেকে শুরু হল তিনদিনের সার্ভে। সব খতিয়ে দেখার পর রিপোর্ট দেওয়া হবে রাজ্য সরকারের কাছে। ইতিমধ্যেই জায়গা চিহ্নিত করা হয়েছে। সরকারি আধিকারিকরা খতিয়ে দেখছেন পুরো এলাকা।

সরকারি জমিতেই নতুন করে গড়ে উঠবে পুরুলিয়া বিমানবন্দরটি যা দৈর্ঘ্যে ১৭২২ মিটার ও প্রস্থে ৩৫০ মিটার। পুরুলিয়ায় বিমানবন্দর তৈরি হলে যোগাযোগের ক্ষেত্রে অগ্রগতি ঘটবে বলে মনে করছে জেলাবাসী।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরী পরিস্থিতিতে বিমান ওঠানামার জন্য পুরুলিয়া মফঃস্বল থানার ছড়রায় এয়ারস্ট্রিপ তৈরি করে ব্রিটিশরা। ব্রিটিশদের ফেলে যাওয়া সেই রানওয়েকেই অত্যাধুনিক বিমানবন্দরে রূপান্তরিত করতে চলেছে রাজ্য সরকার।

Leave A Reply

Your email address will not be published.