ফের বাংলা জুড়ে চড়ছে পারদ

0 2,150

বিদায়ী মাঘ মাসের আবহ যেন গ্রীষ্মের আগমনী ৷ ফের পারদ চড়ে শীত বিদায়। শীত বিদায় বেলা চলে এলেও অসময়ের বৃষ্টির বিরাম নেই। আবার বৃষ্টিতে ভিজতে চলেছে বঙ্গ। কাল বেলা থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ। আজ বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভোরে কোথাও হালকা কুয়াশা, কোথাও মাঝারি-ঘন কুয়াশার সম্ভাবনা। বেলা বাড়লে অবশ্য পরিষ্কার থাকবে আকাশ।

মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিও হতে পারে। সোমবারও বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল।

আজ বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। বুধ ও বৃহস্পতিবারের মধ্যে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কুয়াশায় আচ্ছন্ন থাকবে প্রতিটি জেলা। আগামী ১১ তারিখ পর্যন্ত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে ৷

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানা গেছে, “বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে ৷ এর ফলে গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে ৷ মঙ্গলবার কয়েকটি জায়গায় মেঘলা আকাশ থাকবে ৷”

Leave A Reply

Your email address will not be published.