গরমে পুড়ছে কলকাতা। ৫০ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এপ্রিলে। হ্যাঁ, অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে এবারের এপ্রিলের গরম। সোমবার আবহাওয়া দফতর জানাল, গরম এখনই থামছে না। অন্তত পাঁচদিন তাপপ্রবাহে পুড়বে বাংলা।
দহন জ্বালা দক্ষিণবঙ্গেও। আগামী ৫ দিন তাপ প্রবাহ চলবেই। জানাল আবহাওয়া দফতর। আগামী রবিবার ও সোমবার রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী কয়েক দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপ প্রবাহ চলবে সঙ্গে গরম হওয়ার দাপট। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমানের তাপপ্রবাহ চরম থাকবে। আজ কলকাতার তাপমাত্রা ৪১° থাকবে বলে পূর্বাভাস । সঙ্গে থাকবে গরম হওয়ার দাপট।
দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের ৭ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা। তীব্র তাপপ্রবাহ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়ায়।
এর মধ্যেই এসেছে সামান্য স্বস্তির খবর। উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। আগামী রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে ৷ আবহাওয়া দফতর বলছে, রবিবার বৃষ্টির সম্ভবনা ৩ জেলায়। বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।
প্রখরও তাপে নিঃসন্দেহে উপকূলের জেলার জন্য স্বস্তির খবর। কিন্তু এই দহন জ্বালা থেকে কবে মুক্তি পেতে চলেছে বাংলা? আবহাওয়া দফতর আশার কথা শোনাতে পারেনি। জানিয়েছে, তাপমাত্রায় এখনই খুব একটা হেরফের নেই। রক্ষা নেই অস্বস্তির হাত থেকেও।