ফের নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা!

0 24

নিউজ ডেস্ক, ২৮ নভেম্বর : সাইক্লোন মিধিলির রেশ কাটতে না কাটতে ফের নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কিছুদিন আগেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল সাইক্লোন মিধিলি। যা আছড়ে পড়েছিল বাংলাদেশে। কিন্তু, এর জেরে বাংলায় বৃষ্টিপাত হয়েছিল।

এদিকে মিধিলির পর্ব মিটতে না মিটতেই হাজির হয়েছে মিগজাউম। বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। তবে এই সাইক্লোনের গতিপ্রকৃতি ঠিক কী হতে চলেছে? সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। দাবি করা হচ্ছে, উত্তর অন্ধ্র এবং দক্ষিণ ওডিশা উপকূলের দিকে তা এগিয়ে যাবে।

স্বাভাবিকভাবেই নতুন করে সাইক্লোন তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ছে। বাংলায় এর কোনও প্রভাব পড়বে কিনা, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, ‘সাইক্লোনের কোনও প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে কিনা তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন তিনি।

এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারিভাবে কিছু বলা না হলেও বেশ কয়েকটি আবহাওয়া মডেল এই সাইক্লোনের একটি সম্ভাব্য গতিপথের ইঙ্গিত দিয়েছে। আর এই পূর্বাভাস অনুযায়ী, ৬ ডিসেম্বর নাগাদ স্থলভাগ ছুঁতে পারে সাইক্লোনটি। বাংলাদেশ বা মায়ানমার উপকূলের দিকে তা যেতে পারে। আবহবিদদের কথায়, ‘তা কোন দিকে অগ্রসর হবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এর জন্য আরও বেশ কিছুটা সময় প্রয়োজন রয়েছে।’

Leave A Reply

Your email address will not be published.