মাটি চাপা পড়ে শিশু মৃত্যুতে নিজেদের গাফিলতির দায় স্বীকার করেছে বিএসএফ। চোপড়ায় গিয়ে চাঞ্চল্যকর দাবি রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাসের। ফের একবার সন্তানহারা পরিবারের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। সেই সঙ্গে ঘটনাস্থলও পরিদর্শন করেন তাঁরা।
চোপড়ায় মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যুর ঘটনায় বিএসএফকে কাঠগড়ায় তুলে সুর চড়িয়েছে তৃণমূল। বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করেছে তৃণমূলের প্রতিনিধি দল। এই আবহে বুধবারের পর বৃহস্পতিবারও চোপড়ার দাসপাড়া গ্রামে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। কমিশনের চেয়ারম্যান তুলিকা দাসের দাবি, তাঁদের সঙ্গে বিএসএফের বৈঠক হয়েছে। বৈঠকে বিএসএফ নিজেদের গাফিলতি স্বীকার করেছে।
ঘটনার চার দিন কেটে গেলেও বিএসএফের তরফে এখনও কেউ মৃতের পরিবারের সঙ্গে দেখা করেননি, অভিযোগ মৃতের পরিবারের।
গ্রামবাসীদের দাবি, ঘটনার ৪ দিন পর দুর্ঘটনাস্থলে বিএসএফ-এর তরফে বিপদজনক লেখা বোর্ড লাগানো হয়েছে। বিএসএফকে আক্রমণ করায় পাল্টা তৃণমূলকেই নিশানা করেছেন বিজেপি সাংসদ রাজু বিস্তা।
শিশু মৃত্যুতে শাসকদলের নিশানায় বিএসএফ, সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রক। পাল্টা বিবৃতি জারি করে দায় অস্বীকার করেছে বিএসফ। শাসকদলকে আক্রমণ বিজেপি সাংসদের। রাজনৈতিক তরজার আবহে চারটে তরতাজা প্রাণ হারিয়ে শোকস্তব্ধ চোপড়ার দাসপুর গ্রাম।