দিল্লিতে বিক্ষোভের জন্য বাসের ব্যবস্থা

0 28

নিউজ ডেস্ক, ৩০ সেপ্টেম্বর : দিল্লি অভিযান চ্যালেঞ্জ হিসেবে নিলো তৃণমূল। আটকানো যাবে না তৃণমূল কংগ্রেসকে। শেষ মুহূর্তে তৃণমূলের দিল্লি যাওয়ার বিশেষ ট্রেন বাতিল করে দিল পূর্ব রেল। বাসে করেই দিল্লি যাবেন তৃণমূলের নেতা- কর্মীরা। রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, হাওড়া স্টেশন থেকে কোনও বিশেষ ট্রেন দেওয়া হচ্ছে না। তারপরেই বিকল্প ব্যবস্থা শুরু করে দেয় রাজ্যের শাসক দল। ট্রেন না পাওয়ায় বাসে করে নিয়ে যাওয়া হবে দলের কর্মীদের। রাত থেকেই ভীড় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। প্রায় তিন হাজার তৃণমূল কর্মী ও জব কার্ডধারীরা জড়ো হয় সেখানে।

২-৩ অক্টোবরের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে হাওড়া থেকে দিল্লি যাওয়ার জন্য বিশেষ ট্রেনের জন্য তৃণমূল কংগ্রেসের অনুরোধ প্রত্যাখ্যান করল পূর্ব রেল।

বিশেষ ট্রেন না পাওয়ায় রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। তৃণমূল রীতিমতো বিজেপির ভয় পাওয়ার প্রসঙ্গ তুলে ধরছে এই ঘটনায়। এদিকে রেলের তরফেও অন্য ব্যাখ্যা দেওয়া হচ্ছে। বাংলা থেকে আড়াই থেকে তিন হাজার লোককে তৃণমূল নেতৃত্ব দিল্লি নিয়ে যাওয়া হবে। মোট ৫০টি বাসে করে দলের জনপ্রতিনিধি এবং একশো দিনের কাজের জব কার্ড হোল্ডাররা দিল্লি পৌঁছবেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মহিলা ও শিশু সহ জব কার্ডধারীদের দিল্লি নিয়ে যাওয়ার জন্য ট্রেনের কোচগুলি বুক করা হয়েছিল। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, জমা দেওয়া টাকা পূর্ব রেল ফেরত দিয়েছে।

টিএমসি নেতা বলেন, “প্রতারণার মর্মান্তিক প্রদর্শন: বিজেপি সরকার নির্লজ্জভাবে আমানত গ্রহণের পরে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে অস্বীকার করেছে। পশ্চিমবঙ্গের ন্যায্য পাওনার জন্য প্রতিবাদ করার অধিকারকে এই নির্মমভাবে বাধা দেওয়া তাদের ভয়ের স্পষ্ট প্রমাণ। পশ্চিমবঙ্গের মানুষের সামনে তাদের কাঁদতে দেখে ভালো লাগে।

Leave A Reply

Your email address will not be published.