নিউজ ডেস্ক, ৮ ডিসেম্বর : মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ। সংসদ থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্র। ঘুষের বিনিময় প্রশ্নকাণ্ডে খারিজ করা হল তাঁর সাংসদপদ। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কারের সুপারিশ করে এথিক্স কমিটি। সাংসদ হিসেবে মহুয়ার আচরণ অনৈতিক। তাঁর বিরুদ্ধে সরকারের তদন্ত করা উচিত। সংসদে রিপোর্ট পেশ করে জানাল এথিক্স কমিটি। এথিক্স কমিটির রিপোর্ট পেশের পর সংসদে ভোটাভুটি। ধ্বনিভোটে পাশ হয়ে গেল মহুয়ার বহিষ্কারের প্রস্তাব।
সংসদের শীতকালীন অধিবেশনের পঞ্চম দিনে আজ লোকসভার অধ্যক্ষের কাছে জমা পড়ে সেই রিপোর্ট। অধিবেশন শুরু প্রথম থেকেই ছিল টানটান উত্তেজনা। ১২টার পর পেশ করা হয় ৪৯৫ পাতার সেই রিপোর্ট। লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন বিরোধীরা। এদিন দফায় দফায় মুলতুবি হয়ে যায় অধিবেশন
বেলা দুটোর পর ফের শুরু হয় অধিবেশন। তৃণমূল তো বটেই বিরোধীরা প্রথম থেকেই দাবি করে আসছে রিপোর্ট পড়ার জন্য সময় দিতে হবে তাঁদের। পাশাপাশি মহুয়া মৈত্রকে বলার সুযোগ দিতে হবে লোকসভায়। কিন্তু এই দাবির পরেও লোকসভায় বলার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি মহুয়া মৈত্রকে। লোকসভায় ধ্বনিভোটে পাশ হয়ে যায় এথিক্স কমিটির সুপারিশ। সেই সুপারিশেই সিলমোহর দিলেন অধ্যক্ষ।
উল্লেখ্য, মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্শিয়াং থেকে মহুয়ার পাশে দাঁড়িয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, লোকসভায় যা হয়েছে, তা শুনে তিনি স্তম্ভিত। মহুয়াকে বলার সুযোগ না দিয়ে এবং তাঁকে বহিষ্কার করে সংসদে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন মমতা।