পৌষ সংক্রান্তির শেষলগ্নে আরও জমিয়ে শীত। সকাল থেকেই জাঁকিয়ে শীত শহর কলকাতায়। আজ মরশুমের শীতলতম দিন। রাজ্যজুড়েই কমছে তাপমাত্রা। কুয়াশায় ঢাকছে শহর। আগামী দু’দিনে আরও তাপমাত্রা কমবে এবং তারপরে আরও দু-তিন দিন একই রকম পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷
আগামী দু’দিন এই ঠান্ডা বজায় থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গের তাপমাত্রা থাকবে ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
রাজ্যজুড়ে বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি ও কলকাতায়। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং-এ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।