নিউজ ডেস্ক, ২৯ নভেম্বর : আজ ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা অনুষ্ঠিত হয়েছে। যার আয়োজন করেছে বঙ্গ বিজেপি। শাহের এই সফরকেই বিঁধে কালো পোশাক পড়ে বিক্ষোভে সামিল হলেন তৃণমূলের বিধায়করা। আম্বেদকর মূর্তির সামনে ধর্না তৃণমূলের বিধায়করা বিক্ষোভে করেন। ধর্না মঞ্চে প্ল্যাকার্ড হাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
শাহি সভার দিনই বঞ্চনার অভিযোগে শান। বিধানসভা চত্বরে কালা দিবস পালন তৃণমূলের। কালো পাড়ের শাড়ি, কালো শালে বিধানসভায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালো পোষাক পরে বিধানসভা হাজির হয়েছেন রাজ্যের শাসক শিবিরের বিধায়করা। গতকাল থেকেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বিধানসভায় ধর্না কর্মসূচি নিয়েছে ঘাসফুল শিবির।
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এবং ১০০ দিনের প্রকল্পে বকেয়া টাকা আদায়ে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল। কালো পোশাক পরে বিধানসভার বাইরে বিক্ষোভে সামিল হলেন তৃণমূলের বিধায়করা। বিক্ষোভ সমাবেশে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।