নিউজ ডেস্ক, ১৩ সেপ্টেম্বর : ভাঙনের জেরে বিপাকে মালদহের বাসিন্দারা। মালদহের রতুয়ার পরে এবার মানিকচক। বুধবার সকাল থেকেই মানিকচকের নারায়নপুর গঙ্গার ভাঙনে তলিয়ে গিয়েছে ৫০ মিটার নদী বাঁধ অংশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত রবিবার মানিকচকের নারায়নপুর এলাকায় নদী বাঁধে দেখা দিয়েছিল ভাঙন। সেখান থেকে ১০০ মিটার দূরে আবারো হঠাৎ করে শুরু হয় তীব্র ভাঙন। স্থানীয়দের দাবি ভাঙনের জেরে আনুমানিক ৫০ মিটার বোল্ডার বাঁধানো অংশ নদী গর্ভে তলিয়ে যায়। কোটি কোটি টাকা খরচ করে বোল্ডার দিয়ে নদীর পাড় বাঁধানো হয়েছিল। তারপরেও ভাঙন অব্যাহত থাকায় রাতের ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের।
মানিকচকের নারায়নপুরে নতুন করে ভাঙন শুরু হয়েছে। কয়েকদিনের ভাঙনের জেরে বোল্ডার দিয়ে বাধানো নদী পাড়ের প্রায় কয়েকশো মিটার জমি নদীগর্ভের তলিয়ে গেছে। নদী থেকে মাত্র ২০-৩০ মিটার দূড়ে বাঁধ রয়েছে। পথ ক্ষতিগ্রস্ত হলে পুরো গ্রাম তলিয়ে যাবে বলে জানান স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে আশঙ্কায় রয়েছে সকলেই। যদিও পরিস্থিতির উপর নজর রয়েছে সেচ দপ্তরের আধিকারিকদের।