নিউজ ডেস্ক, ১৩ ডিসেম্বর : বর্ধমান স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা। স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। মৃত ৩। জখম ২৭। প্রশ্নের মুখে রেল স্টেশনগুলির নিরাপত্তাও।
১৩৩ বছরের পুরনো বিশাল জলের ট্যাঙ্ক। সেটা ছিল বর্ধমান স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের উপরে। বুধবার দুপুরে আচমকাই সেটি ভেঙে পড়ে প্ল্যাটফর্মের শেডের উপর। সেই সময় বেশ কয়েকজন যাত্রী ছিলেন শেডের নিচে। শেড সমেত ট্যাঙ্ক ভেঙে পড়ে অপেক্ষমান যাত্রীদের উপর। দ্রুত সেখানে আসেন রেল পুলিশ, থানার পুলিশ ও দমকল কর্মীরা। স্টেশনে থাকা অন্য যাত্রীরাও সেখানে ছুটে আসেন। সবাই মিলে হাত লাগান উদ্ধারের কাজে।
আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যালে কলেজে নিয়ে যাওয়া হয়েছে। শুরু হয় ধ্বংসস্তুপ সরানোর কাজও। রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা। তাঁদের দাবি, ঘটনাস্থলেই মারা গেছেন ২ জন।
দুর্ঘটনাস্থলে আসেন জেলার পুলিশ সুপার ও বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা। হাসপাতালেও যান পুলিশ সুপার। মৃতের সংখ্যা আপাতত ৩। জখম ২৭। জানিয়েছে হাসপাতাল।
কেন এই দুর্ঘটনা? তদন্ত কমিটি গড়েছে রেল। তবে রক্ষণাবেক্ষণে গাফিলতির কথা মানছেন না রেল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালের বর্ধমানে হঠাৎই ভেঙে পড়েছিল স্টেশনে ঢোকার মুখে থাকা ঝুল বারান্দা। ২ জন আহত হয়েছিলেন। এবার ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। এবার জখম অনেকেই। ঘটল মৃত্যুও। প্রশ্নে রেল স্টেশনগুলির নিরাপত্তাও।