বন্ধ হয়েছে আধার কার্ড। শঙ্কিত পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বহু বাসিন্দা। প্রায় ৬০ জনের কাছে আধার নিক্রিয় করার চিঠি পৌঁছেছে। এতেই কপালে ভাজ স্থানীয় বাসিন্দাদের। বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে শুরু হয়েছে তদন্ত।
আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে জানিয়ে গত কয়েকদিন ধরে ডাকযোগে এমন চিঠি পেয়েছেন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বহু বাসিন্দা। এখন রেশন, ব্যাঙ্কের লেনদেন সহ সবই আধার নির্ভর। ফলে চিঠি পাওয়ার পরেই ভীত এলাকার বাসিন্দারা। জামালপুর ব্লকের জৌগ্রাম, আবুজহাটি এলাকায় প্রায় ৬০ জনের কাছে পৌছেছে চিঠি। ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইণ্ডিয়া(UIDAI)-র রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে বলে খবর।
স্থানীয় বিডিও জানিয়েছেন, এই সংক্রান্ত কোন তথ্যই নাকি তাঁর কাছে নেই। বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে শুরু হয়েছে খোঁজ খবর। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
সিএএ নিয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী থেকে রাজ্যের বহু কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন লোকসভা ভোটের আগেই চালু হবে সিএএ। জামালপুরের সাধারণ মানুষের মনে শঙ্কা আধার নিষ্ক্রিয় করার চিঠি কি সিএএ লাগুর পক্ষে প্রথম পদক্ষেপ? আগামী দিনে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা।