জানুয়ারির শেষে শীতের জোরদার ইনিংস চলছে কলকাতা-সহ রাজ্যে। কনকনে ঠান্ডার আমেজ বহাল রয়েছে জেলাতেও। শীত বিদায় বেলা চলে এলেও অসময়ের বৃষ্টির বিরাম নেই। আবার বৃষ্টিতে ভিজতে চলেছে বঙ্গ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মঙ্গল থেকেই বৃষ্টি নতুন ইনিংস শুরু করতে পারে। বিভিন্ন জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। টানা ৪ দিন নামবে বৃষ্টি। ফলে শীত আরও পড়তে পারে বলেই অনুমান বঙ্গবাসীর। আলিপুর আবহাওয়া দফতর একটি বিবৃতি অনুযায়ী, আগামীকাল ৩০ জানুয়ারি থেকে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। যা চলছে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ, রাজ্য জুড়ে বৃষ্টি নামলেও শীত সেভাবে আর জাঁকিয়ে পড়বে না।
মঙ্গল ও বুধে বৃষ্টির সম্ভাবনা। কোন জেলায় কবে বৃষ্টি নামবে আলিপুর হাওয়া অফিসের তরফে সেই তালিকাও প্রকাশ করা হয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় সামান্য বৃষ্টি হতে পারে। ভিজতে পারে দক্ষিণবঙ্গের নানাপ্রান্ত।
২ ফেব্রুয়ারিঃ নদিয়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণায় হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা যাবে। এছাড়া মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ জুড়ে হালকা বৃষ্টি দেখা যাবে।