উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

0 24

নিউজ ডেস্ক, ৬ ডিসেম্বর : পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সাত দিনের উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী শিলিগুড়ি এসে পৌঁছন। এক ভাইপোর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই মুখ্যমন্ত্রী কার্শিয়াং গিয়েছেন।

ভাইপোর বিয়ে বলে কথা। তাই ৬ ডিসেম্বর বিকেলেই কার্শিয়াং পৌঁছে গিয়েছেন মমতা। কারণ পাত্রী কার্শিয়াংয়ের মেয়ে। ১২ তারিখে মুখ্যমন্ত্রী কলকাতা ফিরবেন। মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, তিনি বিয়ের অনুষ্ঠানে থাকবেন না। পরে নবদম্পতিতে তিনি আশীর্বাদ করবেন। এদিনও মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে পাহাড়কে ভালবাসার কথা।

শিলিগুড়িতে এসে পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর ২:৪৫ নাগাদ শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে তিনি পৌঁছন এরপরে সড়কপথে কার্শিয়াং এর উদ্দেশ্যে তিনি রওনা দেন।

বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ভাই ও তৃণমূল নেতা কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের আসর বসছে কার্শিয়াঙে। সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আলিপুরদুয়ার, শিলিগুড়ি কার্শিয়াং, মিরিকসহ একাধিক জায়গায় প্রশাসনিক কর্মসূচি রয়েছে মমতার।

তবে শুক্রবার থেকেই ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। কার্শিয়াঙে অনুষ্ঠান রয়েছে তাঁর। মিরিখে ত্রাণ বিলি করবেন মমতা। তারপরের দিন, অর্থাৎ ৯ তারিখ হাসিমারা হয়ে আলিপুরদুয়ার যাবেন। ১০ তারিখ আলিপুরদুয়ারে বৈঠক সেরে, ১১ তারিখ বানারহাটে পৌঁছবেন। সেখানে বৈঠকের পর ১১ তারিখ রাতেই উত্তরকন্যা ফিরবেন। ১২ তারিখ শিলিগুড়িতে অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রীর। ১২ তারিখই ফিরে আসবেন সমতলে।

Leave A Reply

Your email address will not be published.