রাত থেকেই মুখ ভার করে রেখেছে আকাশ। প্রায় গোটা রাজ্যেই চার দিন ধরে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। গত মঙ্গলবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছিল হালকা থেকে মাঝারি বৃষ্টি। শনিবার রাজ্যের একাধিক জেলায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে সকালের দিকে। সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়।
প্রায় গোটা রাজ্যেই চারদিন ধরে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সেইমতো আজ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস আছে। বৃষ্টির জন্য কনকনে ঠান্ডা অনেকটা কমে গেছে। রাতের তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে।
শীতের দাপট এই মুহূর্তে আর নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। শনিবার রাজ্যের একাধিক জেলা সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে। ৫ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহে ফের ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলা।
আগামী সপ্তাহে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। অন্য দিকে, উত্তরবঙ্গের দার্জিলিঙে মঙ্গলবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ জলপাইগুড়ি, কালিম্পঙের কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। হতে পারে শিলাবৃষ্টিও। আগামী ৫ তারিখ পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আছে।