নিউজ ডেস্ক, ৯ জানুয়াারী : পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা। সপ্তাহের শেষেই নতুন করে জাঁকিয়ে শীতের স্পেল। আগামী দু-তিন দিন একই রকম থাকবে তাপমাত্রা। বৃহস্পতিবারের পর আবহাওয়ার পরিবর্তন। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াস-এর নিচে।
বৃহস্পতিবারের পর আবহাওয়ার বদল ঘটবে। সপ্তাহের শেষে নতুন করে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা। স্বাভাবিকভাবেই আশায় শীতপ্রেমীরা। কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস থেকে নামতে পারে বেশ কিছুটা। সপ্তাহের শেষে শহরে পারদ পতনের সম্ভাবনা। দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে তাপমাত্রার পারদ।
সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ। কলকাতায় আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবারের পর উত্তরবঙ্গেও পারদ পতনের সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, বুধ এবং বৃহস্পতিবার একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের উপর দিয়ে যাবে। সেই সময় হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। এরপরেই শীতের আরও একটি ঝোড়ো ইনিংসের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।