গঙ্গার তলদেশ দিয়ে শুরু মেট্রো চলাচল

0 48

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে শুরু হল গঙ্গা নিচ দিয়ে মেট্রোর যাত্রী পরিষেবা। প্রথম সফরের সাক্ষী হতে ভোর থেকেই দীর্ঘ অপেক্ষায় ছিলেন শহরবাসী। সফর শেষে সবার মুখেই এক কথা, অসাধারণ অভিজ্ঞতা। সাক্ষী থাকল এনকেটিভি বাংলাও।

২৪শে অক্টোবর ১৯৮৪। দেশের প্রথম মেট্রো সফরের সাক্ষী থেকেছিল শহর কলকাতা। তারপর কেটে গেছে চল্লিশটা বছর। ১৫ই মার্চ ২০২৪। তৈরি হল আরও এক ইতিহাস। গঙ্গার নীচ দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত ছুটল মেট্রো রেল। মেট্রোর এই রুট ৪.৮ কিলোমিটার দীর্ঘ। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মোট ৪টি স্টেশন রয়েছে। গঙ্গার নীচের গোটা পথ সাজানো হয়েছে নীল আলো দিয়ে। যাতে যাত্রীরা বুঝতে পারেন কোন সময় মেট্রো গঙ্গার নীচ দিয়ে যাচ্ছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম যাত্রার সাক্ষী হতে ভোর থেকেই বহু মানুষ ভীড় জমিয়েছিলেন হাওড়া ময়দানে টিকিটের লাইনে। সফর শেষে অভিজ্ঞতায় প্রত্যেকের মুখে একটাই কথা, অতুলনীয়।

শুক্রবার মেট্রোর প্রথম টিকিটের জন্য অপেক্ষা করেছিলেন ভোর ৩টে থেকে।

দীর্ঘ প্রতীক্ষার পর গঙ্গার নীচ দিয়ে মেট্রো চলাচল শুরু হওয়ায় খুশি মেট্রো রেল কর্তৃপক্ষও। তাদের দাবি, হাওড়া ও কলকাতার যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন ঘটে গেল।

রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন, চমক এখানেই থেমে নেই, পুজোর পর মেট্রো নিয়ে আরও এক উপহার অপেক্ষা করছে শহরবাসীর জন্য। আগে সড়ক পথে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড যেতে সময় লাগত যেখানে প্রায় ৫০ মিনিট এখন সেই সময় কমে দাঁড়াল ৫-৭ মিনিট।

Leave A Reply

Your email address will not be published.