বঙ্গে ফিরছে শীতের আমেজ

0 10

নিউজ ডেস্ক, ২৯ অক্টোবর : রাত হতেই হালকা ঠান্ডার পরশ। জেলায় জেলায় শীতের আমেজ। শারদোৎসব শেষ হতেই আবহাওয়ায় বদল বেশ টের পাচ্ছিল কলকাতা। লক্ষ্মীপুজোর পর থেকেও ঠাণ্ডা ঠাণ্ডা অনুভব। রবিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রি।

শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি। এরই পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় সকাল, সন্ধ্যা দুবেলায় শীতের আমেজ ক্রমশ বাড়বে বলে হাওয়া অফিস সূত্রে খবর। স্বভাবতই, রাতের তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় শীতের আমেজ ক্রমশই বাড়তে থাকবে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শীত সুখ দোরগাড়াতেই দাঁড়িয়ে। আগামী কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটি জেলায় আরও নেমে যেতে পারে তাপমাত্রা। বিশেষ করে রাতের দিকের তাপমাত্রা নেমে যাওয়ায় শীত ভাব আরও বেশি করে অনুভূত হতে চলেছে জেলায়-জেলায়। তবে শীঘ্রই আবহাওয়ার এই পরিস্থিতিতেও বদল আসবে।

Leave A Reply

Your email address will not be published.