নিউজ ডেস্ক, ১ ডিসেম্বর : জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে রীতিমতো বিপাকে বিজেপি বিধায়করা। তদন্তে নেমেই গেরুয়া শিবিরের বিধায়কদের তলব করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। আগামী সোমবার পাঁচ বিজেপি বিধায়ককে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।
জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ। সোমবার অর্থাৎ ৪ ডিসেম্বর লালবাজারে ডেকে পাঠানো হল অভিযুক্ত ৫ বিজেপি বিধায়ককে। তৃণমূল বলছে, আইন আইনের পথে চলবে। আদালতে যাওয়ার ইঙ্গিত বিজেপির।
বুধবার বিজেপি বিধায়কদের বিরুদ্ধে উঠেছে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ। সেদিনই অধ্যক্ষ ডেকে পাঠান হেয়ার স্ট্রিট থানার পুলিশকে। শুভেন্দু অধিকারী সহ ১২ জন বিজেপি বিধায়কের নামে অভিযোগ জমা পড়ে থানায়। আদালতের অনুমতি ছাড়া মামলা করা যাবে না বিরোধী দলনেতার বিরুদ্ধে। বাকি ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তদন্তের দায়িত্বে এখন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ফৌজদারি দণ্ডবিধির ৪১-এর এ ধারায় সোমবার লালবাজারে ডেকে পাঠানো হয়েছে অভিযুক্ত ৫ বিজেপি বিধায়ককে। ডাকা হয়েছে নীলাদ্রিশেখর দানা, দীপক বর্মন, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ ও সুদীপ মুখার্জিকে। আইনি পথেই ভরসা রাখতে চায় শাসক দল।
জাতীয় সঙ্গীতের অবমাননা নিয়ে তরজায় শাসক-বিরোধী। অভিযোগ, বিধানসভাতে এবং অমিত শাহের সভাতেও জাতীয় সঙ্গীতের অবমামনা করেছে বিজেপি।
পাল্টা জবাবে মুম্বাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া মামলাকে টেনে এনেছেন শুভেন্দু অধিকারী।
পুলিশে দায়ের করা এফআইআরে নাম আছে সুমন কাঞ্জিলালেরও। তিনি বিজেপির বিধায়ক হলেও এখন আছেন তৃণমূলে। সুমনের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নিয়েছেন অধ্যক্ষ স্বয়ং। কথা বলেছে তৃণমূল পরিষদীয় দলও। সোমবার কি আদৌ লালবাজারে যাবেন বিজেপি বিধায়করা? এখন দেখার সেটাই।