দার্জিলিং ঘুরতে গেলে দিতে হবে কর

0 11

নিউজ ডেস্ক, ২৭ নভেম্বর : দার্জিলিং ঘুরতে যাওয়ার কথা ভাবছেন? তবে এবার থেকে পর্যটকদের দিতে হবে কর। পর্যটকদের জন্য মাথাপিছু কর ধার্য করেছে দার্জিলিং পুরসভা।

দার্জিলিং ঘুরতে গেলে এবার থেকে পর্যটকদের দিতে হবে কর। আগের মতোই ২০ টাকা করে ধার্য করা হয়েছে কর। সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দার্জিলিং পুরসভা। বিভিন্ন হোটেল মালিক ও পর্যটন ব্যবসায়ীদের এই করের কথা জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে করের কুপনও পৌঁছে দেওয়া হয়েছে হোটেলগুলিতে।

পুরসভা দীপেন ঠাকুরি জানিয়েছে, ‘মূলত জঞ্জাল সাফাইয়ের জন্যই এই কর নেওয়া হবে।’’ অন্য দিকে, পুরসভার এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে পর্যটন সংস্থাগুলি। তাদের অভিযোগ, কোনও রকম আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এই কর গত ৩০ বছর ধরে চালু ছিল দার্জিলিঙে। জিএনএলএফ-এর আমলে নেওয়া হয়েছে। ব্যতিক্রম হয়নি বিমল গুরুংয়ের আমলেও। মাঝের কয়েকটি বছর পর্যটকদের থেকে ওই কর নেওয়া বন্ধ হয়েছিল। আবার তা চালু করা হল। আগে যেমন করের অঙ্ক ২০ টাকা ছিল, এখনও তা-ই রাখা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.