সন্দেশখালিকাণ্ড নিয়ে সরগরম রাজ্য রাজনীতি

0 58

নিউজ ডেস্ক, ৯ জানুয়াারী : সন্দেশখালি, বনগাঁ কাণ্ডের পরে শহরে ইডি-র ডিরেক্টর। সোমবার মাঝরাতে শহরে এসেছেন ইডি-র ডিরেক্টর রাহুল নবীন। কাল রাতে এলেন কলকাতায়। কাজে যোগ দেওয়ার পরে প্রথম কলকাতায়। সূত্রের খবর, আজ দফায় দফায় ইডি-র অফিসারদের সঙ্গে বৈঠক ডিরেক্টরের।

আজ সিজিওতে বৈঠকে ইডি ডিরেক্টর রাহুল নবীন। সন্দেশখালিকাণ্ডের পর পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। বৈঠকে থাকবেন স্পেশাল ডাইরেক্টর সুভাষ আগ্রাওয়াল, অ্যাডিশনাল ডাইরেক্টর বিনোদ শর্মা এবং থাকবেন রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তকারী আধিকারিকরা। বৈঠকে থাকবেন সিআইএসএফের আইজি।

কিছুদিন আগেই সন্দেশখালি ও বনগাঁয় ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় এখনও সরগরম রাজ্য রাজনীতি। সন্দেশখালি ও বনগাঁকাণ্ডের মাঝেই রাহুল নবীনের এই রাজ্যে আসা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে, সন্দেশখালির ঘটনার ছায়া দেখা যায় বনগাঁতেও। ইডি আধিকারিকদের ওপরে হামলা চালানো হয় বনগাঁতেও। অভিযোগ, রেশন দুর্নীতি মামলায় এলাকার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে গ্রেফতারের পর বেরোনর সময়, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়।

এই ঘটনাকে ঘিরে তোলপাড় পড়ে যায় গোটা রাজ্যজুড়ে। ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে এনআইএ তদন্তের নির্দেশের আবেদন করা হয়। রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক রয়েছে কি না, তা জানতে এনআইএ তদন্তের প্রয়োজন। পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Leave A Reply

Your email address will not be published.