নিউজ ডেস্ক, ১৯ অক্টোবর : উৎসবের আনন্দে মেতে উঠেছে কলকাতা। প্রতি বছরই যেন ভাঙছে পুরনো রেকর্ড। তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। এবারেও ভিড়টা শুরু হয়েছিল মহালয়া থেকে, বাঁধ ভাঙতে থাকে দ্বিতীয়, তৃতীয়ার সন্ধ্যাতেই। চতুর্থীতেও ভিড়ের নিরিখে ফের নয়া রেকর্ড কলকাতা মেট্রোর। তাই প্রতিবারের মতো এবারেও পুজোয় বিশেষ পরিষেবা দিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আজ পঞ্চমী থেকেই শুরু সেই বিশেষ পরিষেবা।
সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য মেট্রো পরিষেবায় বদল আনল কর্তৃপক্ষ। পঞ্চমী এবং ষষ্ঠীতে যাতে মানুষের ঠাকুর দেখতে কোনও অসুবিধা না হয়,তার জন্য সকাল থেকে রাত পর্যন্ত ট্রেন চালাবে মেট্রো রেল কর্তৃপক্ষ। উৎসবের মরশুমে মানুষের ঢল সামলাতেই এই ব্যবস্থা করা হয়েছে।
পঞ্চমী এবং ষষ্ঠী, এই দু’দিন সকাল ৬টা ৫০ মিনিট থেকে মধ্যরাত্রি পর্যন্ত মেট্রো পরিষেবা চালু। রাতের শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অভিমুখে ছাড়বে রাত ১০টা ৩৮ মিনিটে। দমদম এবং কবি সুভাষ থেকে অন্তিম ট্রেন ছাড়বে রাত ১০টা ৫০ মিনিটে। সপ্তমীর দিন থেকে দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে পর দিন ভোর ৫টা পর্যন্ত পরিষেবা মিলবে। আগামী মঙ্গলবার, দশমীর দিনও রাত প্রায় ১১টা পর্যন্ত পরিষেবা মিলবে।