বেঁচে থাকতেও সরকারি খাতায় মৃত

0 31

নিউজ ডেস্ক, ২৯ ডিসেম্বর : ভোটার তালিকা থেকে বাদ। বেঁচে থাকতেও সরকারি খাতায় মৃত। অভিযোগ প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও হয়নি সুরাহা। ভোগান্তির শিকার দক্ষিণ দিনাজপুরের নাজিরপুর গ্রামের কয়েকজন বাসিন্দা।
খাতায় কলমে মারা গিয়েছেন। ভোটার তালিকা থেকে বাদ পড়ায় বন্ধ হয়ে গিয়েছে সরকারি সুযোগ সুবিধা। এমনই অভিযোগ করলেন দক্ষিণ দিনাজপুরের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের জন্তীগ্রামের বাসিন্দা শম্ভু চন্দ্র দাস, মলিনা সরকাররা। বৃদ্ধ শম্ভু চন্দ্র দাস পেশায় কৃষক। বছর দেড়েক আগে তার স্ত্রীর মৃত্যু হয়। অভিযোগ ভোটার তালিকা থেকে তার স্ত্রীর নামের পরিবর্তে বাদ পড়েছে তাঁর নাম।

ওই গ্রামেরই আরেক প্রৌঢ়া মলিনা সরকারের অভিযোগ আবার ভিন্ন। অভিযোগ, বিজেপি করায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছে মলিনা সরকারের নাম। বেঁচে থাকতেও মৃত দেখানো হয়েছে সরকারি খাতায়। ফের ভোটার তালিকায় নাম তুলতে প্রশাসনের দ্বারস্থ হয়েও হয়নি কোনও সুরাহা। গত পঞ্চায়েত নির্বাচনে ভোটাধিকার থেকেও বঞ্চিত হতে হয় ।

বিজেপি করার অপরাধে নানাভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। অভিযোগ স্থানীয় বিজেপি নেতার। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা। সমস্যার সমাধান কবে হয় সেদিকেই তাকিয়ে দক্ষিণ দিনাজপুরের শম্ভু চন্দ্র দাস, মলিনা সরকাররা।

Leave A Reply

Your email address will not be published.