নিউজ ডেস্ক, ১২ ডিসেম্বর : মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের শেষ দিন। আলিপুরদুয়ার, জলপাইগুড়ির পর আজ শিলিগুড়ি। আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে একাধিক ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। আজ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তিনি সভা করবেন, তা নিয়েই আপত্তি বিজেপির। স্টেডিয়ামে কেন অনুষ্ঠান? ফুঁসছে বিজেপি।
সেই সভার প্রতিবাদে পাল্টা ময়দানে গেরুয়া শিবির। যেখানে প্রধান বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার থেকেই এই সভা ঘিরে পারদ চড়েছে শিলিগুড়িতে। মঙ্গলবারও এই জোড়া কর্মসূচি ঘিরে শীতের শিলিগুড়িতে উত্তাপ বাড়ছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। অন্যদিকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ভিআইপি রেস্ট হাউজ হলে সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ফুটবল লিগ বন্ধ করে এই সভা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। তারই প্রতিবাদে পাল্টা সভা করতে চলেছেন শুভেন্দু। এ নিয়ে প্রথম থেকেই রাজনীতির লড়াই শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই দুই ফুলের শিবিরে ব্যস্ততা তুঙ্গে। সাড়ে ১২ টা নাগাদ শুভেন্দুর সভা। এবং দুপুর ১.৩০ নাগাদ মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান শুরু হওয়ার কথা।
উল্লেখ্য, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান করবেন। সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর কলকাতার উদ্দেশে রওনা দেবেন তিনি। গত ৬ ডিসেম্বর উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রথমে পারিবারিক অনুষ্ঠান, তার পর শুরু হয় তাঁর সরকারি কর্মসূচি।