৭ মে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ

9

কলকাতা, ২৮ এপ্রিল: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে পরীক্ষা শেষের মাত্র দেড় মাস পরই। সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, আগামী ৭ মে, বুধবার ফলাফল প্রকাশ করা হবে।

সেই দিন দুপুর ১২টা ৩০ মিনিটে বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করা হবে। এরপর দুপুর ২টা থেকে পরীক্ষার্থী ও অভিভাবকরা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন।

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হাতে পাওয়া যাবে ৮ মে। সেদিন সকাল ১০টা থেকে রাজ্যের ৫৫টি নির্দিষ্ট কেন্দ্র থেকে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের হাতে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে। এরপর ছাত্রছাত্রীরা নিজেদের স্কুল থেকে রেজাল্ট সংগ্রহ করতে পারবে।

ফলাফল দেখা যাবে মোট ১৬টি ওয়েবসাইটে, যার মধ্যে রয়েছে https://result.wb.gov.in এবং https://result.digilocker.wb.in। এছাড়াও, https://www.sangbadpratidin.in-এ গিয়ে রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে ফল জানা যাবে।

৩ মার্চ শুরু হয়ে ১৮ মার্চ শেষ হয়েছিল এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস, টোকাটুকি এবং ডিজিটাল নকল রুখতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৯ হাজার, যা গত বছরের তুলনায় প্রায় ২ লাখ কম। গত বছর এই পরীক্ষায় অংশ নিয়েছিল ৭ লাখ ৯০ হাজার পড়ুয়া। যদিও এবারও ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি।

প্রথমে বলা হয়েছিল, মে মাসের মাঝামাঝি সময়েই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। তবে, দ্রুত এবং নিখুঁতভাবে ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানিয়েছিলেন শিক্ষা সংসদের সভাপতি। আর দেখা গেল, তাদের পরিকল্পনা অনুযায়ী মে মাসের মাঝামাঝি না হয়ে, তার আগেই ফল প্রকাশিত হচ্ছে।

Comments are closed.