নিউজ ডেস্ক, ২৫ ডিসেম্বর : বড়দিনেই কলকাতায় আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২ দিনের সফরে আজ কলকাতায় আসছেন অমিত শাহ। আজ রাত ১১.৪৫: কলকাতা বিমানবন্দরে পৌঁছোবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দর থেকে যাবেন নিউটাউনের একটি হোটেলে। মঙ্গলবার সকালে মহাত্মা গান্ধী রোডে একটি গুরুদ্বারে যাবেন অমিত শাহ। তারপর কালীঘাট মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কালীঘাট মন্দির থেকে হোটেলে ফিরে বিজেপির বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক। প্রায় ৩ ঘণ্টা বৈঠকের পর ন্যাশনাল লাইব্রেরিতে যাবেন অমিত শাহ।
সোমবার রাতে একই বিমানে কলকাতায় নামার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, গুরু গোবিন্দ সিংহের পুত্রদের ‘বীরাগাথা’ উদযাপন করতে ২৬ ডিসেম্বর ‘বীর বাল দিবস’ পালন করা হবে। সেই উদযাপনের অংশ হিসেবেই মঙ্গলবার সকালে মহাত্মা গান্ধী রোডের গুরুদ্বারে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা শাহ ও নড্ডার। তবে বিজেপির সর্বোচ্চ স্তরের দুই নেতার বঙ্গ সফরের মূল লক্ষ্য তিনটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বৈঠক শেষ করে মঙ্গলবার বিকেলেই তাঁদের আবার দিল্লি ফিরে যাওয়ার কথা।
আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই অমিত শাহের এই সফর। আগামী লোকসভা নির্বাচনে দলের রণকৌশল চূড়ান্ত করা শাহর লক্ষ্য়।