জঙ্গিপুর ও মুর্শিদাবাদের এসপি-এর বদলি, অশান্তিতে পুলিশি গাফিলতির অভিযোগের জেরেই কি এই বদলি?

12

ডিজিটাল ডেস্ক, ২৫ এপ্রিল: কয়েক সপ্তাহ আগে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রেক্ষিতে রাজ্য সরকার বদল করল মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের পুলিশ সুপারদের। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলাকে আগেই দুটি আলাদা পুলিশ জেলায় ভাগ করেছিলেন। মুর্শিদাবাদের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদবকে সরিয়ে তাঁকে কোচবিহারের নারয়ণী ব্যাটালিয়নের কম্যান্ডিং অফিসার (সিও) পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় মুর্শিদাবাদের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছেন সানি রাজ। অন্যদিকে, জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায়ের পরিবর্তে দায়িত্ব পেয়েছেন অমিতকুমার সাউ, যিনি কলকাতা পুলিশে ডিসি পদে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত নয়া ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদকে কেন্দ্র করে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, সমশেরগঞ্জ-সহ বেশ কিছু এলাকায় গোষ্ঠী সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার ফলে তৈরি হয় চরম অশান্তি। এই ঘটনায় প্রাণ হারান তিন জন, লুটপাট চালানো হয় বহু দোকানে, এবং ভাঙচুর হয় বাড়িঘরেও। উল্লেখযোগ্যভাবে, এই তিনটি এলাকা— সুতি, ধুলিয়ান ও সমশেরগঞ্জ— জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত। অশান্তির ঘটনার পর বিরোধী দলগুলির পাশাপাশি অনেক স্থানীয় বাসিন্দাও পুলিশের নিষ্ক্রিয়তা ও গাফিলতির অভিযোগ তোলেন।

মুর্শিদাবাদের অশান্তির প্রেক্ষিতে রাজ্যে পৌঁছেছে জাতীয় মহিলা কমিশনের একটি প্রতিনিধি দল। ঘটনাস্থলে পরিদর্শনের পর পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তারা শুক্রবার কেন্দ্রীয় সরকারকে একটি রিপোর্ট জমা দিয়েছে। মালদহ ও মুর্শিদাবাদের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যপাল সিভি আনন্দ বোসও সেখানে পৌঁছেছিলেন।

Comments are closed.