WB FLOOD : ডিভিসির ছাড়া জলে হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতা ২ নম্বর ব্লকের প্লাবন পরিস্থিতি আরও ঘোরাল হয়েছে। উদয়নারায়ণপুরের শতাধিক গ্রাম জলমগ্ন। পুজোর আগে নিম্নচাপের বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে প্লাবন পরিস্থিতি হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতা ২ নম্বর ব্লকে। একের পর এক গ্রাম জলবন্দি। চরম সমস্যায় মানুষ। রাস্তার উপর দিয়ে বইছে জল। পানীয় জলের টিউবওয়েলও চলে গিয়েছে জলের তলায়। প্রশাসনের তরফে এলাকায় পাঠানো হচ্ছে জলের পাউচ। ঘরহারা মানুষকে সাহায্য করতে উদয়নারায়ণপুর ১ ব্লক থেকে ত্রিপল বিলি শুরু হয়েছে। এলাকার বিধায়ক জানিয়েছেন, উদয়নারায়ণপুর ব্লকের ১১২ টি গ্রামের মধ্যে ১০৪টি গ্রাম প্লাবিত হয়েছে। উদয়নারায়ণপুরে জলে ভেসে একজনের মৃত্যু হয়েছে। এক মহিলা নিখোঁজ। দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে কিছুটা দেরি হচ্ছে বলে মেনে নিয়েছেন এলাকার বিধায়ক। বৃহস্পতিবার আমতার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক ও হাওড়ার জেলাশাসক।
শুধু হাওড়া-হুগলি নয়, ডিভিসির বিভিন্ন বাঁধ থেকে ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। দুই মেদিনীপুর, বর্ধমান, বীরভূম জেলার একাধিক গ্রাম জলমগ্ন। দুর্গতদের সাহায্যে সক্রিয় প্রশাসন। তবে ত্রাণ নিয়ে ক্ষোভ রয়েছে দুর্গতদের। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় প্লাবন পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ডেবরা ব্লকের ভরতপুর, ভবানীপুর, মনিঘাটি অঞ্চলের একাধিক গ্রামে ঢুকছে কাঁসাই নদীর জল। বহু মানুষ ঘর হারিয়ে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। বৃহস্পতিবার ডেবরা ব্লকের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে করেন খড়গপুরের মহকুমা শাসক ও এলাকার বিধায়ক। কংসাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত পূর্ব মেদিনীপরের পাঁশকুড়া ও বেলদার বহু গ্রাম। বন্যার জন্য প্রশাসনের গাফিলতির দিকেই আঙুল তুলেছেন দুর্গতরা। প্লাবন পরিস্থিতি দেখতে পাঁশকুড়ায় আসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। স্থানীয় বিজেপি নেতৃত্ব দুর্গতদের জন্য খাবার, পানীয় জলেরও ব্যবস্থা করে। বীরভূমের লাভপুরে কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বহু গ্রাম। দুর্গত মানুষের অভিযোগ, প্রশাসনের তরফে কোনও সাহায্যই মিলছে না। বৃহস্পতিবার লাভপুরে প্লাবিত এলাকা পরিদর্শন করেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। ত্রাণ ও পুনর্বাসন নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বাংলার প্লাবন পরিস্থিতির জন্য ডিভিসির ঘাড়েই দায় চাপিয়েছেন মন্ত্রী।
প্রতি বছর জলের তোড়ে ভাঙছে দামোদরের বাঁধ। বাঁধ ভাঙায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বাঁকুড়ার ইন্দাসের মানুষ। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন মানছেন ইন্দাসের বিডিও। কুনুর নদীর জল বেড়ে জলমগ্ন পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের মহাতা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। কয়েক হাজার হেক্টর জমির ধান জলের তলায়। পূর্ব বর্ধমানের জামালপুর এলাকার শাহ হোসেনপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। ত্রাণ শিবিরে গিয়ে দুর্গত মানুষের সঙ্গে দেখা করেন তিনি।