বাংলা-বিহার-ওড়িশার মসনদে কি তবে বিজেপিই? লোকসভা ভোট নিয়ে বড় ভবিষ্যদ্বাণী পিকের

0 41

তৃণমূল নয় পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে ১ নম্বরে থাকবে বিজেপি। এমনটাই দাবি ভোট কুশলী প্রশান্ত কিশোরের। সম্প্রতি পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই কথা বলেন ২০২১ সালে তৃণমূলেরই ভোট কুশলী। পিকের কথায় বিজেপি গত কয়েক বছরে দক্ষিণ এবং পূর্ব ভারতে নিজেদের সংগঠন শক্ত করতে অনেক কাজ করেছে। আর তার জন্যই এই বারের লোকসভা ভোটে বিজেপি ভাল ফল করবে বলে দাবি পিকের।

তাঁর কথায়, ‘আমার মনে হচ্ছে বিজেপি এবার বাংলায় ভাল ফল করবে। আপনারা শুনে আশ্চর্য হতে পারেন। কিন্তু আমার মনে হয় বিজেপি লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ১ নম্বর দল হতে চলেছে।’  

দক্ষিণ এবং পূর্ব ভারতের অনান্য রাজ্যগুলি নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন পিকে। তিনি বলেন, ‘বিজেপি ওড়িশায় নিশ্চিতভাবেই প্রথম হবে। বিহারেও তারা প্রথমেই থাকবে।’

পিকে আরও বলেন, ‘দক্ষিণ এবং পূর্ব ভারতে তাৎপর্যপূর্ণভাবে বিজেপির ভোট বেড়েছে। আমি এক বছর আগে বলেছিলাম এই প্রথম আমি তামিলনাড়ুতে বিজেপির ভোট শেয়ার দুই সংখ্যায় দেখলাম। আমি আসনের কথা বলছি না। তবে নিশ্চিতভাবে বিজেপির ভোট বেড়েছে।’

পিকের দাবি, ‘তেলেঙ্গানা রাজ্যেও প্রথম অথবা দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে বিজেপি। অন্ধ্রপ্রদেশেও আমি যতটা দেখেছি তাতে মনে হয় জগন্মোহন রেড্ডির জন্য ফিরে আসা খুব একটা সহজ কাজ হবে না।’

পাশাপাশি পিকে এ-ও মন্তব্য করছেন যে, লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানো অসম্ভব নয়। কিন্তু বিরোধীরা এ বারের সুযোগ হাতছাড়া করেছে।    

২০১৮ সালে বাংলার ৪২টি লোকসভা আসনের মধ্যে বিজেপির ঝুলিতে গিয়েছিল ১৮টি। এই বার তা বাড়িয়ে ২৭টি আসনের টার্গেট দিয়েছেন মোদী-শাহ জুটি। অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য ৪২টি আসনে জয়ী হয়ে বিজেপিকে শূন্য করা।   

২০২১ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে এই প্রশান্ত কিশোর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোট কুশলী হয়ে কাজ করেছিলেন। ২৯৪টি আসনের মধ্যে ২১৩টি আসনে ঐতিহাসিক জয় পেয়ে তৃতীয়বার ক্ষমতায় আসে তৃণমূল। সেই সময় পিকে বলেছিলেন বিজেপি ভোটবাক্সে তিন অঙ্কের সংখ্যা পেরোলে ভোটকুশলীর পেশা ছেড়ে দেবেন তিনি।  এখন সেই সঙ্গীর এ হেন মন্তব্য কতটা তাৎপর্যপূর্ণ সেটাই প্রশ্ন।

Leave A Reply

Your email address will not be published.