নেটপাড়ায় ভাইরাল হাতির স্নান করার দৃশ্য

0 23

গরমে পুড়ছে ডুয়ার্স। তৃষ্ণা মেটাতে জলের খোঁজে বন্যরা। উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দিয়েই দায় সারছেন আধিকারিকরা।

দাবদাহে একদিকে যখন পুড়ছে গোটা বাংলা, ঠিক সেসময় শুকিয়ে যাচ্ছে ডুয়ার্সের একাধিক জঙ্গলের ভেতরে থাকা জলাশয় এবং ঝোরাগুলো। পরিবেশ কর্মীদের একাংশের অভিযোগ, অবৈধভাবে রিসর্টগুলি ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার কারণেই জঙ্গলের জলাশয়গুলো শুকিয়ে যাচ্ছে। ফলে তৃষ্ণা মেটাতে কার্যত গভীর জঙ্গল ছেড়ে জলের খোঁজে লোকালয়ে পাড়ি দিচ্ছে বন্যপ্রাণীরা।

জঙ্গলের ঝোড়াগুলিতে জল না থাকায় বুনো হাতির পাল জঙ্গল থেকে বেরিয়ে এসে তিস্তা ব্যারাজে নেমে জলপানের সঙ্গে স্নান করার দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল।

বন আধিকারিকের দাবি, দক্ষিণবঙ্গের মতো তীব্র গরম এদিকে পড়েনি, তাই এখনও জলকষ্ট দেখা দেয়নি। বেশ কিছু জলাশয় নতুন করে সংস্কার করার পরিকল্পনা চলছে।

ডুয়ার্সের জঙ্গলগুলিতে রয়েছে হাতি, লেপার্ড, হরিণ, বুনো শুয়র, বাইসন, ময়ূর সহ বিভিন্ন প্রজাতির পাখিও। শুকিয়ে যাওয়া জলাশয় এবং নালাগুলোই ছিল বন্যপ্রাণীদের নিয়মিত জল পানের উৎস। তাই জঙ্গলে জল না পেয়ে লোকালয়ে হানা দেয় বন্যপ্রাণীরা।

Leave A Reply

Your email address will not be published.