নিউজ ডেস্ক, ২ জানুয়াারী : নতুন বছরের শুরুতেই ফের অশান্ত মণিপুর। থৌবলে বন্দুকবাজের হানায় নিহত ৪। পাঁচ জেলায় কার্ফু জারি। জরুরি বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী।
বছরের প্রথম দিনেই ফের অশান্ত হয়েছে মণিপুর। মণিপুরের থৌবালে এক সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সেখানে বুলেটবিদ্ধ হয়ে আহত হয়ে পড়েছেন ৫ জন। গত বছর মে মাস থেকে অশান্ত মণিপুর। এরপর নতুন বছরের শুরুতেই ফের একবার অশান্ত উত্তর পূর্বের এই রাজ্য। মণিপুরের ঘটনার পর রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।
সোমবার বিকেলে থৌবালের লিলং এলাকায় গুলির লড়াই শুরু হয়। সূত্রের খবর, সেনার পোশাক পরে অন্তত ২৫ জন জঙ্গি হাজির হয় গ্রামের এক ব্যক্তির বাড়িতে। এসেই বিশাল অঙ্কের টাকা দাবি করে। প্রতিবাদ করলে ওই বাড়ির এক সদস্যের দিকে গুলি চালায় জঙ্গিরা। তাতেই জমায়েত হয়ে জঙ্গিদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন গ্রামবাসীরা। সেই সময়েই সমবেত জনতার দিকে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় চারজনের। আহত হয়েছেন আরও ৫ জন, তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত বছর মে মাস থেকে জাতি সংঘর্ষের জেরে জ্বলছে মণিপুর। মেইতেই ও কুকি গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে গত মে মাস থেকে তপ্ত মণিপুর। প্রাণ হারিয়েছেন অন্তত ২০০ জন। নতুন বছরের প্রথম দিনেই আবার হিংসা ছড়াল সেরাজ্যে। সেখানে নতুন করে হিংসার জেরে ফের উদ্বেগ বাড়ছে মণিপুরে।