VEGETABLE PRICE : প্লাবন পরিস্থিতিতে আকাশছোঁয়া দাম সবজির, বাজারদরে নাভিশ্বাস মধ্যবিত্তের

0 32

VEGETABLE PRICE : পুজোর আগে শাকসবজির দাম আকাশছোঁয়া। প্লাবন পরিস্থিতিতে দাম বেড়েছে সবজির। মাঠেই নষ্ট হয়েছে ফসল। বাজারে গিয়ে কার্যত শূন্যহাতে ফিরছেন মানুষ। আমজনতাকে স্বস্তি দিতে সুফল বাংলা স্টলে শাক-সবজি বিক্রি করছে রাজ্য সরকার। যদিও সুফল বাংলা স্টলে নেই ক্রেতাদের ভিড়। অভিযোগ, দাম সামান্য কম হলেও সুফল বাংলার স্টলে সবজির মান ভাল নয়।

নিম্নচাপের বৃষ্টির সঙ্গে ডিভিসির ছাড়া জল। প্লাবিত হাওড়া, হুগলির বিস্তীর্ণ কৃষিপ্রধান এলাকা। জলের তলায় চলে গিয়েছে সব ধরনের ফসল। স্বাভাবিকভাবেই দাম বেড়েছে সমস্ত শাক-সবজির। বাজারে গিয়ে জিনিসের দাম শুনে চক্ষু ছানাবড়া মানুষের। গৃহস্থকে স্বস্তি দিতে সুফল বাংলা স্টলে শাক-সবজি বিক্রি করছে রাজ্য সরকার। এক নজরে দেখা নেওয়া যাক কলকাতার বিভিন্ন বাজার ও সুফল বাংলার স্টলে শাক-সবজির দর।

সবজি আগের দর এখন দর সুফল বাংলার দর
কাঁচা লঙ্কা ৮০ ১১০-১২০ ১০৫-১১৫
পটল ৪০ ৭০ ৬৫
বরবটি ৪০ ১০০ ৯৫
ঢেঁড়শ ২০ ৪০ ৩৫
বাঁধাকপি ৩০ ৫০-৬০ ৪৫-৫৫
ফুলকপি ৫০ ১০০ ৯৫
বেগুন ৮০ ১২০ ১১৫
ঝিঙে ৬০ ৮০ ৭৫
রসুন ৩৫০ ৪০০ ৩৯৫
*কেজি প্রতি দাম

শাক সবজি থেকে ফলমূল সব কিছুরই দাম বেড়েছে বলে স্বীকার করছেন বিক্রেতারাও। সুফল বাংলার স্টলে শাক-সবজির দাম কিছুটা কম হলেও সেভাবে ক্রেতা নেই সেখানে।

যদিও ক্রেতাদের কেউ কেউ বলছেন সুফল বাংলার স্টলে সবজির দাম সামান্যই কম। তবে সবজির মান ভাল।
সুফল বাংলার স্টলে দাম কিছুটা কম হলেও এখনও সেভাবে আমজনতার কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারেনি সরকারের এই উদ্যোগ।

Leave A Reply

Your email address will not be published.