মাত্র ৫ ঘণ্টায় পৌছানো যাবে গুয়াহাটি থেকে সিকিম

0 4,549

মাত্র ৫ ঘণ্টায় পৌছানো যাবে গুয়াহাটি। পর্যটকদের জন্য সুখবর! এবার সিকিমেও ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। এই প্রথম গোটা দেশের সঙ্গে রেলপথে জুড়তে চলেছে সিকিম। জোরকদমে চলছে সেবক- রংপো রেললাইন তৈরির কাজ। সিকিমে কেবলমাত্র রেল স্টেশনই নয়, বন্দে ভারত ট্রেন চালানোরও পরিকল্পনা করে ফেলেছে রেল মন্ত্রক। এবার মাত্র পাঁচ ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে গুয়াহাটি।

৫০ বছর পর সিকিম ভ্রমণে বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে রেল মন্ত্রক। এই দ্রুতগতির ট্রেন পরিষেবার প্রবর্তন কেবল সিকিমকে ভারতীয় রেল নেটওয়ার্কের সাথে পুনরায় সংযুক্ত করবে না, বরং সমগ্র উত্তর-পূর্বের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তুলবে। গোটা দেশ জুড়ে বিভিন্ন রুটে ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস। এখন থেকে সিকিমেও ছুটবে সেমি হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেস। জোরকদমে কাজ চলছে। তবে মনে করা হচ্ছে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের আগস্ট মাসে সিকিমের প্রথম রেল স্টেশন চালু হয়ে যাবে। আর তারপরেই চালু হয়ে যাবে বন্দে ভারত এক্সপ্রেস।

গত বছর, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে সিকিমে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার কথা ঘোষণা করেছিলেন। তিনি সেবক-রংপো রেলপথ প্রকল্পের কাজ খতিয়ে দেখেছিলেন এবং কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। এই প্রকল্পে অন্তত ১৪টি টানেল এবং ১৭টি সেতু নির্মাণ করা হবে। নাথুলার সঙ্গেও সংযোগ স্থাপন করা হবে বলেও সূত্রের খবর।

Leave A Reply

Your email address will not be published.