নিউজ ডেস্ক, ২১ সেপ্টেম্বর : রবিবার ২৪ সেপ্টেম্বর হাওড়া থেকে চলবে আরও ২ বন্দে ভারত। উন্নতমানের কোচ এবং আরও নতুন সুবিধা থাকছে এই ২ ট্রেনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন। এদিন দুপুর ১২টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ফ্ল্যাগ অফ করবেন। এর এক থেকে দুই দিনের মধ্যে যাত্রীরা এই ট্রেনে ভ্রমন করতে পারবেন বলে মনে করা হচ্ছে।
পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস সহ ৯ টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হবে। এই ৯টি ট্রেনের মধ্যে বাংলার জন্য দুটি বন্দে ভারত এক্সপ্রেসও আছে। বর্তমানে ২৫টি বন্দে ভারত ট্রেন সারা দেশে পরিষেবা দিচ্ছে। আরও ৯টি চালু হওয়ার পর, এই ট্রেনের মোট সংখ্যা ৩৪ হবে।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি পটনা-হাওড়া রুটে ৪টি স্টেশনে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে। যার মধ্যে ৩টি বিহারের স্টেশন ও ১টি পশ্চিমবঙ্গের স্টেশন হবে।
একের পর এক নতুন রুটে বন্দে ভারত ট্রেনের পরিষেবা চালু করছে ভারতীয় রেল। এই ট্রেনের ভাড়া যেমন বেশি, তেমন পরিষেবাও অন্যান্য এক্সপ্রেস ট্রেনের তুলনায় উন্নত।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি প্রথম বন্দে ভারত ট্রেন চালু করা হয়েছিল। প্রধানমন্ত্রীই দিল্লি-বারাণসী রুটের সেই ট্রেনের উদ্বোধন করেছিলেন। তার পর থেকে পরিষেবা ক্রমে উন্নত থেকে উন্নততর হয়েছে। ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে ছুটতে পারে এই ট্রেন।