Uttarakhand Accident : উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ৩৬

0 3

উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা। দুর্ঘটনায় অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছেন। আহত ১৯। দুর্ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পুষ্কর সিং ধামি। মৃতদের পরিবার এবং আহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন তিনি।

৪৫ জন যাত্রী নিয়ে গারওয়ালের পাউরি থেকে কুমায়ুনের রামনগরে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। দূরত্ব প্রায় আড়াইশো কিলোমিটার। সারা রাতের সফর ছিল। কিন্তু গন্তব্যস্থলে পৌঁছনোর পঁয়ত্রিশ কিলোমিটার দূরেই সকাল পৌনে নটা নাগাদ ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীদের নিয়ে খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনার খবর পাওয়ার পরই রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উদ্ধারকাজ শুরু করে। একে একে যাত্রীদের নিথর দেহ উদ্ধার করেন তাঁরা। জীবিতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, অতিরিক্ত যাত্রী ছিলেন ওই বাসে। এই ঘটনায় কোনও গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

মৃতদের পরিবারের জন্য ৪ লক্ষ ও আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকার সাহায্য ঘোষণা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.