LokSabha Election 2024 Live updates:হাইভোল্টেজ ৩ কেন্দ্র, কেমন চলছে ভোট
শেষ দফার নির্বাচনে বিশেষ নজরে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং দমদম লোকসভা কেন্দ্র। হেভওয়েট তিন কেন্দ্রে লড়াই জোরদার। ঐতিহ্যবাহী কলকাতা উত্তরে লড়াই সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম তাপস রায়ের। অবশ্য রাজনীতির কারবারিরা বলছেন আসলে লড়াই ‘ইগো’র। তৃণমূলের দুই বর্ষীয়ান নেতা এই ভোটে সম্মুখ সমরে। কলকাতা দক্ষিণে কী মালা রায়ের জয়ে কাটা হতে পারে মমতার সাধু বিতর্ক? হাইভোল্টেজ দমদম লোকসভায় টক্কর সেয়ানে সেয়ানে, প্রচারে ঝড় তুলেছে বাম-রাম-ঘাস তিন শিবির। শেষ হাসি হাসবে কে? কেমন চলছে ভোট? নজর রাখুন লাইভ স্টোরিতে।
কলকাতা উত্তর লোকসভা
এই আসনে ঘাসফুলে প্রার্থী তিনবারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিপক্ষে বিজেপির প্রার্থী মমতার ৩৩ বছরের সঙ্গী অভিমানী তাপস রায়। তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণার পরেই বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হন তিনি। কলকাতা উত্তরের জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী পোড় খাওয়া রাজনীতিক, তথা বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য। এই আসনে লড়াই আসলে ‘ইগো’র।
কলকাতা দক্ষিণ লোকসভা
কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ মালা রায়। কংগ্রেস-তৃণমূল-কংগ্রেস করে ২০১৫ সালে আবার তৃণমূলে যোগ দেন মালা। ২০১৯ সালে কলকাতা দক্ষিণে সুব্রত বক্সী ভোটে লড়তে না চাইলে দল প্রার্থী করে তাঁকে। জিতে সাংসদ হন। মালা রায়ের বিপক্ষে বিজেপি প্রার্থী রায়গঞ্জের বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। বামেদের প্রার্থী সায়রা শাহ আলম।
দমদম লোকসভা কেন্দ্র
শেষ দফার ভোটে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র দমদম। অতীতে বাম আমলেও পদ্ম ফুটেছে এই কেন্দ্র। ২০০৯ থেকে সাংসদ সৌগত রায়। যিনি আবার তৃণমূলের নবীন-প্রবীণ দ্বন্দ্বে প্রবীণদের দলে। তাই অভিষেকের পছন্দের প্রার্থীদের তালিকায় নেই সৌগত। এই কেন্দ্রে প্রচারে আসেননি অভিষেক। তবে অভিষেক না আসলেও বিশেষ ভাবে গুরুত্ব দিয়ে প্রচারে ঝড় তুলেছিলেন মমতা। বিপক্ষে রয়েছে বিজেপি প্রার্থী ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন তৃণমূল নেতা শীলভদ্র দত্ত। যাকে গাড়িতে করে আবার রোড শো করেছেন স্বয়ং মোদী। বাম প্রার্থীকেও অবহেলা করার জো নেই। কারণ জোট সমর্থিত বাম প্রার্থী রাজ্যে বামেদের অন্যতম প্রধান মুখ সুজন চক্রবর্তী।