UK Election 2024 : ব্রিটেনে ১৪ বছর পর পালাবদল! প্রধানমন্ত্রী হলেন লেবার পার্টির নেতা কিয়ের স্টার্মার

0 23

ইউরোপ জুড়ে ডানপন্থী শক্তিগুলির উত্থান ঘটছে। ১৪ বছর পর ব্রিটেনে ক্ষমতার পালাবদল। ব্রিটেনে লাল ঝড়। শোচনীয় হার ঋষি সুনকের কনজারভেটিভ পার্টির। প্রধানমন্ত্রী হলেন লেবার পার্টির নেতা কিয়ের স্টার্মার।
CHANGE BEGINS। দুটি শব্দেই বাজিমাত! ৪০০-র বেশি আসন পেয়ে ব্রিটেনে ১৪ বছরের কনজ়ারভেটিভ শাসনের ইতি টানল কিয়ের স্টার্মারের লেবার পার্টি! ম্লান ঋষির হিন্দুত্ব। ব্রিটিশ ভারতীয়দের মন জিতলেন ‘গরিবের ছেলে’।

ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ কমন্স’-এ মোট আসন ৬৫০। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ‘জাদু সংখ্যা’ ৩২৬। লেবার পার্টি এবার ৪০৯-র বেশি আসন পেয়ে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের যবনিকা ঘটাল। কনজারভেটিভ পার্টি জিতেছে মাত্র ১৩১ আসন।

দল হারলেও নিজের আসনে জিতেছেন সুনক। বিদায়ী বার্তায় সুনকের মুখে ভারতের দীপাবলি, আলোর রোশনাইয়ের কথা।

নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক্সে মোদীর বার্তা, “ব্রিটেনের সাধারণ নির্বাচনে জয়ের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে কিয়ার স্টারমারকে অভিনন্দন জানাই। আশা করি, ভারত-ব্রিটেন কৌশলগত সম্পর্ক আরও উন্নত করতে দুই দেশ একসঙ্গে কাজ করবে।”

শুধু জয়ী স্টারমার নয়, ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনককেও শুভেচ্ছা জানিয়েছেন মোদী।

মাত্র ৮ বছর আগে রাজনীতির অঙ্গনে অভিষেক আইনজীবী তথা সমাজকর্মী কিয়ের স্টার্মারের। ইতিমধ্যেই কিং চার্লসের সঙ্গে সাক্ষাৎ সেরেছেন স্টর্মার। দেশ আগে। সরকার পরে। বার্তা নবনিযুক্ত প্রধানমন্ত্রীর।

ভারতীয়রা ব্রিটেনের সবচেয়ে বড় উদ্বাস্তু সম্প্রদায়। সেখানকার রাজনীতিতে ক্রমে প্রভাব বাড়ছে ভারতীয় বংশোদ্ভূতদের। কিন্তু মন জিতে নিলেন ‘আম আদমি’। কাশ্মীর দ্বিপাক্ষিক সমস্যা থেকে ভারতের সঙ্গে এফটিএ চুক্তি-সহ একাধিক ইস্যুতে স্টর্মারের নেতৃত্বেই অবস্থান বদলেছে লেবার পার্টি। সেই অঙ্কেই কি তবে সুনকের ভোটও গেল স্টর্মারের ঝুলিতে?

Leave A Reply

Your email address will not be published.