কর্নাটকে এক শিশুকে কেন্দ্র করে মর্মান্তিক ঘটনা, বোরওয়েলে পড়ে যাওয়া দুই বছরের এক শিশুকে উদ্ধার করতে নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ লাচাইয়ান গ্রামে ১৬ ফুট গভীর নলকূপে শিশুটি পড়ে যাওয়ার পর উদ্ধার অভিযান শুরু হয়।
পুলিশ সূত্রে খবর, বাড়ির কাছে খেলতে গিয়ে বোরওয়েলে পড়ে যায় শিশুটি। ধারণা করা হচ্ছে, প্রথমে ছেলেটি মাথা খাটিয়ে পড়ে যায়। শিশুটির জোর কান্না শুনে কেউ একজন সঙ্গে সঙ্গে পরিবারকে খবর দিলে বিষয়টি সকলের নজরে আসে।
কর্তৃপক্ষ ছেলেটিকে উদ্ধারের জন্য একটি এক্সক্যাভেটর ব্যবহার করে বোরওয়েলের সমান্তরালে প্রায় ২১ ফুট গভীর একটি গর্ত খুঁড়েছিল। আর শুধু গর্তই নয়, রীতিমতো অক্সিজেনেরও ব্যাবস্থ করা হয়েছে মেডিকেল টিমের সাহায্যে। এবং ইনজেকশনসহ জরুরি প্রাথমিক চিকিৎসার ওষুধও প্রস্তুত রাখা হয়েছে। ১৮ ঘণ্টার দীর্ঘ অভিযানের পর কর্নাটকে বোরওয়েলে পড়ে যাওয়া দুই বছরের শিশুটিকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে উদ্ধারের সঙ্গে সঙ্গে ইন্ডির হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।